⚛২৪ আগস্ট ২০১৯ ইং আমাদের এম্বাসেডর সম্মেলনে আমাদের সম্মানিত ইকবাল বাহার জাহিদ স্যার বলেছিলেন, যা শুরু করবেন বলে স্বপ্ন দেখছেন,কাল থেকেই সাহস করে শুরু করে দিন,, গতবছর Management বিভাগ থেকে FIRST CLASS নিয়ে MBA,এবং এর আগে FIRST CLASS নিয়ে BBA Complete করি। আমার মা বাবার যদিও ইচ্ছে আমি BCS ক্যাডার, সরকারি চাকরি, অথবা ব্যাংকার হবো ,,কিন্তু স্যারের কথায় শুরু করে দিলাম ★২৫ তারিখ★ থেকেই সাহস করে আমার স্বপ্ন বাস্তবায়ন। ★ফুড আইটেম নিয়ে কাজ করার আগ্রহ ছোটবেলা থেকেই,,শুরুতেই বাধা পাশের লোক বলে এই কাজ করবা তুমি??তোমার মা-বাবা,বরের যা আছে তা দিয়ে সারাজীবন বসে খেতে পারবা তুমি,,আলহামদুলিল্লাহ্।তাতে কি?
⚛আমার নিজের তো কিছু নেই,,তো আমি কান না দিয়ে প্রথমেই প্রতিবেশীর সামান্য অর্ডার নিলাম,, অনেক আগ্রহ, আনন্দ নিয়ে তার জন্য প্যাকেট রেডি করে তাকে ফোন দিচ্ছি সে ফোনতো রিসিভ করছেই না,বাসায়ও নেই,অনেক সময় পার হয়ে গেল,,আমি মন খারাপ করে হয়তো এগুলো বাসায় সবাই মিলে খেয়ে নিতে পারতাম কারন এরচেয়েও বেশি বানিয়ে ফ্যামিলিকে নিয়ে খাই,,কিন্তু না তাহলে আরো মন খারাপ থাকবে যেহেতু এটা আমার স্বপ্ন বাস্তবায়ন এর প্রথম ধাপ,, তাই বেরিয়ে পড়লাম কাস্টমার এর সন্ধানে,,এবং পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ্,,প্রথম বিক্রয়ের টাকা খুব খুব সামান্য হলেও আমার কাছে অমূল্য সম্পদ মনে হয়েছে তখন,,এরপর ওই প্রতিবেশি রাতে আমাকে বলে দুঃখিত আমার ফোন সাইলেন্ট ছিল আমি জরুরি কাজে চলে গেছি,, আজ কে আর নেয়া হলোনা,,আমি বললাম বিক্রি হয়ে গেছে,, বললো বলেন কি?!! এরপর দিন আমাকে দ্বিগুন অর্ডার দিয়ে নিয়ে গেল আলহামদুলিল্লাহ্।সেই থেকে এখনো লেগে আছি,,ভালোই চলছে আলহামদুলিল্লাহ্।
⚛আমি সিদ্ধান্ত নিয়েছি এভাবেই লেগে থাকব আমি ইনশাআল্লাহ্।।সবাই দোয়া করবেন আমার জন্য।আমি যেন আমার এই #TFC কে একদিন ভালো মানের একটা ব্রান্ড এ রুপ দিতে পারি।
যেন সবাই জানে #TFC মানেই ভালো পন্যের সমাহার।
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৪৮
Date:- ০২/১১/২০১৯ ইং
⚛তাহমিনা আলম,
ডিস্ট্রিক্ট এম্বাসেডর, সাভার ঢাকা
★নিজের বলার মত একটা গল্প থাকা দরকার★
রেজিস্ট্রেশন নাম্বার : (902)
জেলার নাম : ঢাকা
থানার নাম : সাভার
বর্তমান ঠিকানা : সাভার, ঢাকা
ব্যবসা :https://www.facebook.com/TFC-Tahmina-Food-Corner-120326702695755/ &আবাবিল কুরিয়ার সার্ভিস
ব্লাড গ্রুপ : AB(+)
ইমেল :tahminaalam2985@gmail.com
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।