See More Post

নিজের বলার মতো একটা গল্প গ্রুপে জয়েন করে আমার অনুভুতি ও বদলে যাওয়া।


 আজকের বিষয় ঃ নিজের বলার মতো একটা গল্প গ্রুপে জয়েন করে আমার অনুভুতি ও বদলে যাওয়া।


 অনলাইনে প্রশিক্ষণ কর্মশালার টানা ৮০০ তম দিনে সবাইকে অভিনন্দন৷👌

"  নিজের বলার মতো একটা গল্প" এই গ্রুপের জয়েন করার পর আমার অনুভূতি যদি লিখতে শুরু করি তবে আর শেষ হবেনা। কিন্তু আমাদের মেন্টর আমাদের অভিভাবক জনাব ইকবাল বাহার জাহিদ স্যার জানতে চেয়েছেন আমাদের অনুভূতি তাই চেস্টা করছি ছোট করে লেখার।


প্রথমেই কৃতজ্ঞতা জানাই জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি। স্যার এত পরিশ্রম করে আমাদের জন্য এত সুন্দর প্লাটফ্রম তৈরি করে দিয়েছেন।

ধন্যবাদ জানাই আমার ফেসবুক ফেন্ড  Mohammed Irfanur   ভাই কে যিনি এই গ্রুপে আমাকে জয়েন করে দিয়েছেন। আমি ষষ্ঠ ব্যাচ থেকে গ্রুপে ফোলো করেছি শুধু পোস্ট গুলো  দেখেছি। আমার হ্রদয় ছুয়েছে স্যারের একটি পোস্ট এ যখানে স্যার বলেছিল বাবা মাকে ভালোবাসার কথা। আর অবাক করেছে স্যারের এই নির্দেশে সকল ভাই বোন এমন কি 40+ বয়সেও ভাই তার বাবা মাকে ভালোবাসি কথাটা বলেছে এবং সেই অনুভূতি ভিডিও এবং পোস্টের মাধ্যমে জানাচ্ছে। 

এই বিষয়টি আমার মন ছুয়ে যায়। এবং আমিও ফোন করে আমার বাবা মা কে বলি "আমি তোমায় অনেক ভালোবাসি"কথাটা চোখ বন্ধ করে এক নিশ্বাসে বলেছিলাম। কিন্তু বলার পর অনুভূতি টা আসলেই মধুর ছিল। তারপর থেকেই গ্রুপের প্রতি একটা ভালোবাসা জন্মনেয়। 

আমার মনে হয় স্যারের মধ্যে একটা যাদু আছে। যারাই এই গ্রুপে এসেছে সবাই পরিবর্তন হয়েছে। পজিটিভ চিন্তা, ভালো মানুষি চর্চা, সামাজিক দায়িত্ব,উদ‍্যোক্তা হবার সপ্ন। 

সবার এত এত ভালো কাজ আমাকেও অনুপ্রেরণা দিয়েছে। সবার কাজেই সবাই এত এত উৎসাহ আমাকে মুগ্ধ করেছে। 

 এখন আমরা সারা দেশে 64 জেলায় ঘুরে বেড়াতে পারি। নিশ্চিন্তে কারণ প্রতিটি জেলাতেই আমাদের পরিবারের ভাই বোনেরা আছে। আর এই ভাই বোনেরা এত আন্তরিক যা লিখে প্রকাশ করতে পারব না। 

  

আমি জয়েন করার পর থেকেই অনলাইনে আসি শুধুই গ্রুপের জন্য। ফ্রি হলেই ফোন টা নিয়ে বসে পরি আজ স্যার কি সেশন দিল। সেটা পড়ার জন্য। স্যারের প্রতিটি কথাই আয়ত্ত করে সেই অনুযায়ী চলার চেস্টা করে চলেছি প্রতি নিয়ত। 


আর সাহস করে আমার সপ্ন পুরনের কার্জক্রম গুলো শুরু করে দিয়েছি। 


এখন আর কোনো কাজে ফেইল হলে দোষ খুজি না কারণ খুজি। 


এখন সব সময় পজিটিভ থাকার চেস্টা করি। প্রতিদিন একটা ভালো কাজ করার চেস্টা করি। 

সামাজিক দায়বদ্ধতা থেকে আমার সমাজকে মাদক মুক্ত করার পদক্ষেপ গুলো ধিরে ধিরে নিয়ে চলেছি। আর এই সাহস টুকু আমি গ্রুপ থেকে পেয়েছি। 

 

নিজেকে ভালোবাসতে শিখে গেছি। যেকোন বিষয়ে পজিটিভ থাকা শিখে গেছি। এখন আর সিরিয়াস কোনো বিষয়ে ও ধর্য্য ও মাথা ঠাণ্ডা রাখতে শিখে গেছি।


এত এত পরিবর্তন হয়েছে যে সব লিখতে গেলে সারারতেও শেষ হবেনা। 


সব শেষে বলব আল্লাহ্ যেন আমাদের প্রানের মানুষ  Iqbal Bahar Zahid স্যারকে হাজার বছর সুস্থ ভবে বাচিয়ে রাখুন। যেন দেশ টা স্যারের ছোঁয়ায় সোনায় রুপান্তরিয় হয়। আর হবেও ইনশাআল্লাহ 


খুব অল্প সময়ে লিখেছি ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই।


SOD No: 160

Date:10.03.2020


হামিদা আক্তার মুন্নি

৭ম ব্যাচ

রেজি ঃ1660

জেলাঃদিনাজপুর

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।