See More Post

হাটতে হাটতে নিজেকে প্রশ্ন করলাম "আমি কি ভালো মানুষ হতে পেরেছি "।

#গল্পে_গল্পে_সেল_পোস্ট 


"হাজার বছর ধরে আমি পথ হাটিতেছি পৃথিবীর পথে"


হুট করে লাইন টা মাথায় ঘুর ঘুর করছে। কোথায় শুনেছি বা পড়ছি কিছুতেই মনে করতে পারছি না। আমার এই এক দোষ, মাথায় প্রশ্ন ঢুকে গেলে উত্তর না পাওয়া পর্যন্ত স্বস্তি ফেরে না। আজকে বোধহয় ঘুমটাই হবে না।  আচ্ছা,  হাটার কথা যখন মাথায় একবার এসেছে একটু হেটে আসি, যদিও  রাত এক্টু বেশিই।


ঢাকা শহরের রাস্তায় রাত কত হলো বোঝাটা দুরহ।

মধ্যরাত!  তবুও চারপাশ আলো ঝলমলে। রাস্তায় গুটি কয়েক কুকুর আর আমি পাশাপাশি হাটছি।


বহুবছর আগে ঠিক এভাবেই রাতের পর রাত হাটতাম এক আকাশ তারা আর চাদ মামাকে সাথে নিয়ে।


হঠাৎ এক গলির মাথায় থমকে যায় ইছমত 


কেউ মিস্টি কন্ঠে ডাকছে 


"এই যে ভাইয়া শুনছেন"? আমি কি আপনার সাথে হাটতে পারি। 


এমন প্রস্তাবে ইতস্তত বোধ করাই স্বাভাবিক, ইছমত তার ব্যতিক্রম নয়।


আমাকে কি আপনার  নিশিকন্যা লাগছে? 


ইছমত : না ঠিক!  আসলে.... এত রাতে!!! আপনি...মানে...


আপনার দ্বিধা বুঝতে পেরেছি। আমি মীরা, ঢাকা শহরে প্রথম। 

কত স্বপ্ন নিয়ে এসেছিলাম এ শহরে জানেন , আমাকে ওর নিতে আসার কথা ছিল,  আজ আমাদের বিয়ে করার কথা ছিল.... (ধরা কন্ঠে বলছিল মেয়েটি) 


চারিদিকে নিস্তব্ধতা.... 

এবার একটু সহজ হয়ে ইছমত প্রশ্ন করলো  "তারপর?"


মীরা: তারপর!!!  যার আসবার কথা ছিল, সে আসে নি, আমি যেমন আমার মা বাবাকে ধোকা দিয়েছি,  সে আমাকে!


ইছমত : ঢাকায় আত্নীয়? আশ্চর্য সাহস তো আপনার একা একা চলে এলেন!আর 


মীরা : ঢাকায় কেউ নেই,  সত্যি বলতে, এখন কোথাও কেউ নেই।  যে রাস্তা দিয়ে এসেছি সে রাস্তায় ফেরার পথ নেই। এখন সামনে হাটতে চাই শুধু। 


ইছমত বিশ্বাস অবিশ্বাসের মাঝে দোদুল্যমান। কি করবে সে। এ শহরে কেও কি বিশ্বাসের যোগ্য? 


মীরা : আপনি আমাকে বিশ্বাস করতে পারছেন না তো? না করার ই কথা। 


ইছমত : এটা সত্যি, আপনাকে আমি বিশ্বাস করতে পারছি না। তবে এভাবে একা রেখে যেতেও পারছি না। পাশে আমার এক বড়আপুর বাসা আছে, কিন্তু  রাতটুকু থেকে সকালেই  আপনি আপনার রাস্তা দেখবেন।


মীরা:  ধন্যবাদ।  তবে এতটুকু যখন করছেন আর এক্টু  হেল্প করুন।আমি কিছু করতে চাই, সাথে কিছু টাকা আর গহনা আছে, আমি ভালো হাতের কাজ জানি, এখন মেয়েদের দেখি অনলাইনে কিসব ব্যবসা করছে,  আমাকে যদি কিছু ব্যবস্থা করে দিতেন। 


দেখুন মীরা,আগে কাল সকালে আপনি কোনো লেডিস হোস্টেলে উঠে যান।

আর বাকি সব ব্যবস্থা আপনাকেই করতে হবে। 


মীরা : কিভাবে? আচ্ছা আপনার পরিচয় তো জানা হলোনা?


আমি ইছমত হাসান।  ওনার অফ #Legal_question_advice

আমার কাজ, যারা ব্যবসার বিভিন্ন সমস্যায় পড়ে  যেমন ধরুন  কোম্পানি রেজিষ্ট্রেশন,  ট্রেডমার্ক, ইনকাম ট্যাক্স ফাইল জমা ইত্যাদি ইত্যাদি তাদের কে সাহায্য করি। ভালো করে বলতে গেলে আমার কোম্পানি 

👥 Company & Partnership Firms Registration.

👥 Helps to Get Share Transfer,  IRC/ ERC, BOI, Trade Mark, Income Tax Matters.

এছাড়াও আয়কর (ব্যক্তি ও কোম্পানি) রিলেটেড যে সকল সেবা আমরা প্রদান করে থাকি।

🔲 ইনকাম ট্যাক্স রিটার্ন ও জমাদান।

🔲 ট্যাক্স এ্যাসেসমেন্ট ও টেক্স  শুনানি।

🔲 ট্যাক্স আপিল ও ট্রাইবুনাল আপিল।

🔲 কোম্পানি করদাতা ট্যাক্স বেইজ হিসাব তৈরি করা।

🔲 ব্যক্তি/কোম্পানি করদাতা কর পরিকল্পনা তৈরি।

🔲 ট্যাক্স সার্টিফিকেট ও সার্টিফাইড কপি সংগ্রহ করা।

- এসব কাজ করে থাকে। 


মীরা : আমিও ব্যবসা করতে চাই,  আপনি আমাকেও সাহায্যে করবেন তো?


নিশ্চয়ই,  এটাই আমার কাজ। 

আপনি ফেসবুক নিশ্চয় ব্যবহার করেন? #নিজের_বলার_মতো _একটা_গল্প  গ্রুপে অ্যাড হয়ে যাবেন। আমার মেন্টর , শ্রদ্ধেয় #ইকবাল_বাহার_জাহিদ স্যার এর কাছে শিখতে পারবেন উদ্যোক্তা/ভালো ব্যবসায়ী  হতে হয় কিভাবে? কিভাবে নিজের পায়ে দাড়াতে হয়,  স্বপ্ন কে বাস্তবায়ন করতে হয়।

যারা স্বপ্ন দেখেন নিজে কিছু একটা করতে চান, পরিশ্রম করতে চান, যাদের কোন তাড়াহুড়া নাই ও নিজের জীবনটাকে বদলে চান – স্যার শুধুমাত্র তাদেরকে নিয়ে কাজ করছেন।


মন দিয়ে শিখে তারপর নিজের মতো করে সব শুরু করবেন।

আপনি ব্যবসায়ী হউন আর উদ্যোক্তা উপরোক্ত বিষয় গুলোতে আমি আপনাকে সাহায্য কর‍ব ইনশাআল্লাহ। 


কথায় কথায় রেবেকা আপুর বাড়ির কাছে পৌঁছে গিয়েছি। আপুর কাছে মীরা কে রেখে আবার হাটতে শুরু করলাম। 

হাটতে হাটতে নিজেকে প্রশ্ন করলাম 


"আমি কি ভালো মানুষ হতে পেরেছি "। 



স্ট্যাটাস অফ দ্যা ডে -২৯৫

০৪-০৮-২০২০



👱ইছমত হাসান

👬কমিউনিটি ভলান্টিয়ার

🕴মেম্বারঃ রেজিষ্ট্রেশন টিম

🕴মেম্বারঃ অনলাইন হাট মনিটরিং টিম

👨‍🎓ব্যাচঃ অষ্টম

🖋️রেজি.নংঃ ৯২৫৩

🇧🇩 জেলাঃ ফেনী

🇧🇩বর্তমান অবস্থানঃ ঢাকা।

যোগাযোগ -01877788173

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।