See More Post

আপনার সুন্দর সহযোগিতার জন্যে এবং কাষ্টমার ডিলিং করার পদ্ধতিটা ভালো

গল্পে গল্পে হয়ে যাক ইনডারেক্টলি সেল।


শেষ ভালো যার সব ভালো তার,  তাই শেষ বেলাতে আসা 


রহিম নিম্ন মধ্যবিত্ত ঘরের সন্তান ছোটবেলা থেকে লেখাপড়ার পাশাপাশি জীবনে অনেক কিছু করবে অনেক রকমের স্বপ্ন দেখতো বড় হতে হতে জীবনযাত্রা যখন পাল্টে যায় তেমনই ধীরে ধীরে স্বপ্নগুলো ঝরে যাই তবে শেষ পর্যন্ত  একটা স্বপ্ন বেঁচে ছিল সেটা ছিল আমি একজন ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফার হবো।


পড়ালেখার পাশাপাশি নিজের স্বপ্নটা ছোট ছোট করে বাড়তে থাকে তার জন্য নিজের টিফিনের টাকা বাঁচিয়ে কিনে একটি মোবাইল ফোন যদিও ফোনটা স্মার্টফোনের মতোই ছিল কিন্তু ততটা ভাল ক্যামেরা বা ফিচার ছিল না।


কিন্তু কিচ্ছু করার নাই ভালো মানের ফোন কিনাতো সামর্থ্য আপাতত নাই তবে স্বপ্নকে আলগে রেখেছে সব কিছুর উপরে।  এরই মধ্যে  মুন্না ফেসবুকের মধ্যে খোঁজ পেলো "নিজের বলার মতো একটা গল্প" ফেসবুক গ্রুপের তাও আবার তার প্রবাসী এক ভায়ের মাধ্যমে।  যুক্ত হওয়ার পর প্রবাসী ভাই গ্রুপের রেজিষ্টেশন ও সেশন সম্পর্কে ক্লিয়ার করে দিয়েছে তখন মুন্নাও নিয়মিত ক্লাস করছে এর মধ্যে প্রিয় ইকবাল স্যারের একটি সেশন ছিল ব্যবসা করতে হলে ফান্ডিং বা মূলধন কোথায় ও কিভাবে যোগাড় করতে হয়। তখন মুন্না শুরু করে দেইই স্যারের শিক্ষা নিয়ে পার্ট-টাইম চাকরি যদিও তেমন ছিলো তারপরও অল্প থেকে মূলধন যোগাড় করতে শুরু করে দেই নিজের স্বপ্নটাকে পূরন করার জন্যে তারপর ধীরে ধীরে ফান্ডিং করতে থাকে এবং প্রিয় প্ল্যাটফর্মের সাপ্তাহিক হাটবারে প্রবাসী উদ্যোগতা প্রতিষ্ঠান QB Fashion World এর থেকে একটা মোবাইল ফোনের বিজ্ঞাপন দেখেন তারপর উনার পেইজ www.facebook.com/QBFASHIONWORLD ভিজিট করেন। দেখেন দারুন দারুন নতুন ফিচারের ফোন আছে নিজের চাহিদার মধ্যে। দেখে মনে শান্তি আসে।


তার কিছুদিন পর একটা ফোন নিয়ে নিল। মনের আনন্দে ব্যাবহার করতেছি স্বপ্নটা আগলে ধরে ছবি তোলার কাজ করে যাচ্ছে। কিন্তু মাঝে মধ্যে সেল্পি নিয়ে মজা পাচ্ছে না না বিশেষ করে গ্রুপ সেল্পি তখন চিন্তা ইস!  কোনভাবে মোবাইলটাকে দাঁড় করিয়ে রাখতে পারতাম?

ঠিক তখনই চিন্তা হলো "QB Fashion World" এর কাছে এমন কিছু আছে কি?

পেইজে গিয়েই ছবি তোলার জন্যে মোবাইল সেল্পি স্ট্যান্ড বা স্টিক আছে কি?


সাথে উত্তর আসল স্যার আপনাদের সেবায় "QB Fadhion World" সব সময় এগিয়ে যুগের সাথে তাল মিলিয়ে।

তখন মুন্না বলে তাহলে একটু দেখান কি কি এবং কি ধরনের সেবা দিবে জানাবেন।


তখন "QB Fashion World" বলল স্যার আপনি কি শুধু ছবি তোলাতে ব্যবহার করবেন?


মুন্না বলে,  কেন অন্য কিছুতে ব্যাবহার করা যাই কি?


"QB Fashion World" বলে আপনি নিজের বলার মতো একটা গল্প গ্রুপের ১১তম ব্যাচ থেকে শুরু হওয়া " কথা বলার জড়তা কাটানো" এর ভিডিও সেশনের ভিডিও গুলো খুব চমৎকারভাবে করা এবং গ্রুপ সেল্পি বা ডিএসএলআর ক্যামেরাটা ও ব্যাবহার করার মতো ভিডিও স্ট্যান্ড দিতে পারবো।


মুন্না তো দেখান এবং এর গুনাগুন বলুন


"QB Fashion World" ঠিক আছে ভাই আপনাকে  দেখাচ্ছি ২ টা কোয়ালিটির প্রোডাক্টই ।


"TRIPOD 3110" ক্যামেরা স্ট্যান্ড


PRODUCT FULL DESCRIPTION:- 

ট্রাইপড+ 3-Way হেডএক্সটেন্ডেবল টু ১০২০ মিমিবিল্ট ইন বাবল লেভেল৪ সেকশন অ্যালুমিনিয়াম লেগকুইক রিলিজ লেগলক নন স্লিপ রাবার ফিট গ্রিপ ফর অ্যাডজাস্টিং হেড পজিশনলাইটওয়েট অ্যান্ড পোর্টেবলসহজে ক্যামেরা বা ক্যাম রেকর্ডারের সাথে কানেক্ট করার জন্য কুইক রিলিজ হেডসব ধরনের ক্যামেরা এবং ক্যাম রেকর্ডারের সাথে কম্প্যাটিবলসাথে ক্যারিং ব্যাগ আছেআউটডোর, ট্র্যাভেল এবং টাইমার শ্যুট এর জন্য আদর্শ।


মূল্য:- ৮০০ টাকা

আজকের ৭ম হাটের জন্যে  ১০০ টাকা ছাড়ে ৭০০ টাকা

পাইকারী মূল্য :- কত পিচ নিবেন তার উপর নির্ভর করবে

সরাসরি চায়ানা থেকে আমদানিকৃত পণ্য। 


আরেকটি পণ্য দেখাচ্ছি মোবাইল এবং DSLR ক্যামেরার জন্যে।


মুন্না,  ভাই ২ টা এক সাথে করা সম্ভব নাকী?

QB Fashion World,  হ্যাঁ ভাই সম্ভব  দেখেন তাহলে 


YUNTENG VCT  COMPACT VIDEO TRIPOD SELFIE & REMOTE


PRODUCT FULL DESCRIPTION :- 


Product details of 5208 125cm Aluminum Lightweight Camera Phone Stand Stand with Remote Control Bluetooth - Black

Material: Aluminum Alloy and ABS. 


এটা আপনি মোবাইল এবং ডিএসএলআর ক্যামেরার জন্য ব্যবহার করতে পারবেন তবে হেভি ক্যামেরা জন্য শতভাগ উপযুক্ত না।

মূল্য:- ১৬০০ টাকা

আজকের ৭ম হাটের জন্যে  ১০০ টাকা ছাড়ে ১৫০০ টাকা

পাইকারী মূল্য :- কত পিচ নিবেন তার উপর নির্ভর করবে

সরাসরি চায়ানা থেকে আমদানিকৃত পণ্য। 


QB Fashion World ভাই আমি আপনাকে আমার পছন্দের ২টা স্ট্যান্ড দেখালাম এবং সেই সাথে নিজের বলার মতো একটা গল্প গ্রুপের সাপ্তাহিক হাটের জন্যে ১০০ টাকা করে ছাড় পাচ্ছেন আমার কাছ থেকে আর এটা শুধু মাত্র এই প্ল্যাটফর্মের জন্যে।


মুন্না, ধন্যবাদ ভাই আপনার সুন্দর সহযোগিতার জন্যে এবং কাষ্টমার ডিলিং করার পদ্ধতিটা ভালো লাগলো এবং তারচেয়ে বেশি ভালো লাগলো "নিজের বলার মতো একটা গল্প" প্ল্যাটফর্মকে প্রাধান্য দিয়ে আমাকে ডিসকাউন্ট দেওয়ার জন্যে।


QB Fashion World, আমরা বিশ্বাস করি যে, আমরা পণ্য নয় বিশ্বাস বিক্রি করি এবং এই শিক্ষাটা নিজের বলার মতো একটা গল্প প্ল্যাটফর্ম থেকে পেয়েছি তাই এই পরিবারের সদস্যদের জন্যে QB Fashion World  এর পক্ষ থেকে সব সময় আছে বিশেষ ছাড়। 


শেষ একটা প্রশ্ন জানতে চাচ্ছি QB FASHION WORLD এর হয়ে যে এতক্ষন রিপ্রেজেন্ট করেছেন আপনার নামটা কি জানতে পারি?


QB Fashion World,  হ্যাঁ অবশ্যই নিচে আমার পরিচয়টা তুলে ধরলাম।



স্ট্যাটাস অফ দ্যা ডে -২৯৫

০৪-০৮-২০২০


ধন্যবাদান্তে

____________________________

সিএম হাসান

তৃতীয় ব্যাচ -- ৩৫২৭ 

লক্ষ্মীপুর -- কাতার প্রবাসী

রিসার্চ এ্যান্ড প্রমোশন টিম

নিজের বলার মতো একটি গল্প 

প্রতিষ্ঠাতা উদ্যোগতা : QB Fashion world

www.facebook.com/QBFASHIONWORLD

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।