*বান্ধবীর প্রতি বান্ধুবীর ভালোবাসা#
নিলাঃ খুব শান্ত একটা মেয়ে ছোট বেলা থেকেই হাসিখুসি চলত
লেখা পড়ার প্রতি ছিল অনেক আগ্রহ
অনেক রাত জেগে পড়া লেখা ছিল তার নিত্যদিনের অভ্যাস
পড়া লেখায়ও ছিল খুব ভালো ছাত্রী
বন্ধ বান্ধবের সাথে মিলা মিশাটাও ছিল সামান্য
নিলার ব্যাবহার পড়া লেখা সব কিছু দেখে মুগ্ধ সিমা
সিমার পরিচয়টা দিয়ে নেই
সিমা নিলার সহপাঠী ছোটকাল থেকেই ২জন একি সাথে পড়া লেখা করছে একি স্কুলে
কিন্তু নিলার সাথে সিমার পরিচয়টা তেমন ছিলনা কারণ নিলা যে বান্ধুবীদের সাথে বেশি মিশতনা
তারপর সিমা নিলার সাথে আছতে আছতে মিশতে শুরু করে নিলার সম্পর্কে সব কিছু জানতে শুরু করে
নিলা প্রথমে সিমাকে জাস্ট ফ্রেন্ড ভাবলেও আছতে আছতে তাদের বন্ধুত্বটা রুপ নেয় বেষ্ট ফ্রেন্ডে
নিলা সিমা একে অপরের সুখ দুঃ খ ভাগ করে নেয় একে অপরের মাঝে
আর হে নিলা সিমা ২জনেই ছিল গরীব ঘরের সন্তান
নিলার বাবা মাটি কাটত তা দিয়েই সংসার চালাত
আর সিমার বাবা ছিল একজন রিক্সা চালক🏓🏓
গরীব ঘরের মেয়ে তারাও জানত তাদের বাবাদের অবস্হা
তাই তেমন কোন আবদার করতনা বাবার কাছে
কোন ঈদে হয়ত বাবা নতুন জামা দিত কোন ঈদে না পারলে দিতনা কিন্তু এটা নিয়ে বাবাদের প্রতি তাদের কোন অভিযোগ ছিলনা
অনেক কষ্ট করে সিমা একটা মোবাইল কিনে সেটা দিয়ে নিলাও সিমা মাঝে মাঝে ফেইসবুক চালাত নিলা সিমার বাড়ি পাশা পাশিই ছিল তাই সব সময় তাদের মাঝে আড্ডা হত স্কুলের বাহিরেও
একদিন নিলা সিমার ফোনদিয়ে ফেইসবুক চালাচ্ছে হঠাৎ নিজের বলার মত একটা গল্প গ্রুপ থেকে ইনভাইট করলো তাদেরই এক ক্লাসমেট সুফিয়া
গ্রুপের নাম দেখেই সেই গ্রুপে জইন হয়ে নিল
তারপর সে গ্রুপে রেজিষ্টশন করে গ্রুপে নিয়মিত সময় দিতে লাগলো গ্রুপের প্রতি তাদের ভালোবাসাটাও ছিল অনেক
সুযোগ পেলেই গ্রুপে পোষ্ট কমেন্ট ইত্যাদি করত
একদিন নিলা গ্রুপ চালাচ্ছে হঠাৎ সামনে আসে আব্দুল হক(আমার) ভাইয়ের একটা সেল পোষ্ট অনেক সুন্দর সুন্দর শাড়ির ছবি দেখেই মনটা কেড়ে নেয় নিলার
খুব ইচ্ছা হয় শাড়িটা কিনার জন্য কিন্তু সামর্থ্য যে নেই তার! 🎖🎖
সে এই বিষয়টা সিমার সাথে সেয়ার করে
সিমাও তখন কিছু বলেনা আর নিলাও জানে সিমা নিজেও গরীব তাই শত আশা নিয়েও শাড়িটার কথা ভুলে যায় নিলা
এইদিক দিয়ে বান্ধুবীর আশা পুরন করতে টাকা জমাতে শুরু করলো সিমাএকদিন টাকা জমিয়ে শাড়িটার অর্ডার করলো সিমা
তারপর একদিন শাড়িটা গিফট করলো নিলাকে " যা দেখে নিলার বিশ্বাসই হচ্ছিলনা
নিলার কান্নাই বুঝিয়ে দেয় গরীবের কোন জিনিস পাওয়ার মূল্য কত বেশি
খুচরা মূল্য ১৬৫০ টাকা পাইকারির জন্য যোগা্যোগ করেন ইনবক্সে কিংবা কল দেন নাম্বারে
স্ট্যাটাস অফ দ্যা ডে -২৯৫
০৪-০৮-২০২০
আব্দুল হক
ব্যাচ ১০
রেজিঃ ১৮৬৯৪
জেলাঃ কুমিল্লা
পেশাঃ ছাত্র + সব ধরনের ড্রেস বিক্রেতা
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।