See More Post

#ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত প্রিয় প্ল্যাটফর্ম "নিজের বলার মতো একটা গল্প"

#ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত প্রিয় প্ল্যাটফর্ম "নিজের বলার মতো একটা গল্প"

সারা বিশ্বের জন্য দৃষ্টান্ত স্থাপন করে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। ৮০০ তম দিন শেষে যাত্রা শুরু হলো আর এক মাইলফলক ৯০০ তম দিন স্পর্শ করার দৃঢ় প্রত্যয়ে । সেই পর্যন্ত পরম করুণাময় আমাদের প্লাটফর্মের প্রতিষ্ঠাতা জনাব ইকবাল বাহার স্যারকে (যিনি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন আমাদের মতো লক্ষ লক্ষ মানুষকে ভালো ও সফল মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে) সুস্থ ও ভালো রাখুন এই দোয়া ও শুভ কামনা করছি।


#গত ৪ দিন ধরে প্রিয় প্ল্যাটফর্ম থেকে পাওয়া ভালবাসা নিয়ে কিছু কথা আমি সবার সাথে শেয়ার করতে চাই এবং সেই সাথে প্রিয় স্যারকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতে চাই এতো বিশাল প্লাটফর্ম আমাদের গড়ে দেয়ার জন্য, কারন এই প্লাটফর্ম না হলে এই ভালোবাসা পাওয়া এবং এতো বিশাল অর্জন কখনোই সম্ভব হতো না।

#গত ৮-০৩-২০২০ইং রোজ রবিবার থেকে  ১১-০৩-২০২০ ইং রোজ বুধবার পর্যন্ত বারিধারা ডিওএইচএস কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেলো ৪দিন‌ব্যাপী বসন্তকালীন মেলা।এই মেলায় প্রিয় প্ল্যাটফর্ম "নিজের বলার মতো একটা গল্প " থেকে সৃষ্ট আমাদের প্রতিষ্ঠান মেগাহাট বিডি ও আলাদিন কিডস স্টল নিয়ে ছিল।শুরুর দিন থেকে গতকাল শেষ দিন পর্যন্ত মেলা ও আমাদের স্টল প্রিয় প্ল্যাটফর্মের সদস্যদের পদচারণায় মুখরিত ছিল প্রতিটি মুহূর্ত। আমার কাছে মনে হয়েছে আমাদের স্টলটি যেন প্লাটফর্মের স্টল। শত ব্যাস্ততার মাঝেও ফেনী, কুমিল্লা,ডেমরা, গাজীপুর, মিরপুর, মতিঝিল সহ অনেক দুরদূরান্ত থেকে এসে সবাই নিজের মতো করে কেনা - বেচা, প্রোডাক্ট সম্পর্কে জানা অন্যদের জানানো ,প্রমোট করা সহ উপস্থিত থেকে সময় দেয়া, কি পাইনি প্রিয় প্ল্যাটফর্মের ভাই বোনদের কাছ থেকে। সত্যি আমরা অভিভূত ও মুগ্ধ সাথে সাথে আন্তরিকভাবে কৃতজ্ঞ সবার কাছে। আর এই অভূতপূর্ব বিষয়গুলো সম্ভবপর হচ্ছে শুধুমাত্র আমাদের প্রিয় স্যারের অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হওয়া এবং প্লাটফর্মের শিক্ষার কারণেই। আমি আরো অবাক হয়েছি শেষ মুহূর্তে এমন দুজন মানুষ প্রিয় প্ল্যাটফর্মের সদস্য দীর্ঘ চার থেকে পাঁচ ঘন্টা জ্যাম উপেক্ষা করে আমাদের স্টলে এসেছেন এবং যাদের আমি আগে কখনো চিনতাম না বা তাদের বিষয়ে কোন ইনফর্মেশন ও আমি জানিনা, আমাকে এসে বলছেন আমরা নিজের বলার মত একটা গল্প প্ল্যাটফর্মের সদস্য (নাজনীন আরা আপু এবং আব্দুল জলিল ভাইয়া) শুধুমাত্র দেখা করার জন্যই এসেছি আপনাদের আমন্ত্রণে সাড়া দিয়ে, আর এক ভাই সাগর বনিক ফেনী থেকে রওয়ানা দিয়ে জ্যামের কাছে হার মেনে অবশেষে সময়সীমা পার হয়ে যাওয়ার কারনে মেলায় পৌঁছাতে পারেননি। ফোন ‌করে যখন‌ বললেন অন্তত আমার সাথে দেখা করে যাক , আমি উনার আসতে চেষ্টা করার এইটুকুতেই মুগ্ধ হয়েছি। আমি বললাম ভাই আর কষ্ট করতে হবে না। এটাই তো ভালোবাসা । সত্যি বলছি আমি বাকরুদ্ধ হয়ে গেছি এটাও সম্ভব। প্রিয় স্যার আপনি তাও করে দেখিয়েছেন।স্যালুট স্যার আপনাকে।

কৃতজ্ঞতা জানাই প্রিয় প্লাটফর্মের দায়িত্ব প্রাপ্ত কোর- ভলেন্টিয়ারগন, ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডর সহ সকল সদস্যদের যারা কষ্টকরে এসে নিজেদের মূল্যবান সময় আমাদের সাথে অতিবাহিত করেছেন লাইভে এসে সবার সামনে আমাদের পন্য ও সেবা নিয়ে কথা বলেছেন, প্রমোট করেছেন আমাদের সাথে কাজ করতে নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করেছেন এবং অনেকেই আমাদের সাথে কাজ শুরু করেছেন এবং কেউ কেউ আগ্রহ প্রকাশ করেছেন।

মেগাহাট বিডি ও আলাদিন কিডস আপনাদের পাশে থাকার অঙ্গীকার করছে সবসময়,সবদিক থেকে নিজেদের সাধ্যের সবটুকু দিয়ে।ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে সফলতার গল্প তৈরি করবো । সবার সর্বাঙ্গীন মঙ্গল ও সফলতা কামনা করছি।

স্যার আমাদের যে আদর্শে অনুপ্রাণিত করেছেন প্রতিনিয়তই সেশন ও লাইভে এসে প্লাটফর্মের মাধ্যমে আমরা নিজেদের মধ্যে তা ধারণ ও লালন করবো এবং সেই অনুযায়ী সামনে এগিয়ে যাবো এই আশাবাদ ব্যক্ত করছি।"নিজের বলার মতো একটা গল্প" প্লাটফর্ম একটি ভালো মানুষদের ব্র্যান্ড এর স্বাক্ষর আমরা আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিষ্ঠিত করতে সর্বদা সচেষ্ট থাকবো।

ধন্যবাদ সবাইকে।


SOD No: 162

Date: 12.03.2020


ফখর উদ্দিন ইমেল

ব্যাচ নং-৭ম

রেজিঃ নং-983

জেলা-ফেনী

01763685111


Office:

MegaHaat Bd/MGX BD/BDKIDOOZI

132, Arambag,Motijheel, Dhaka-1000.

Cell-01915050995,01741002010.


Facebook Link- https://m.facebook.com/megahaatbd/

https://m.facebook.com/mgxbd/

https://m.facebook.com/BDKidoozi/

www.megahaatbd.com

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।