See More Post

নিজের বলার মতো একটা গল্প গ্রুপ এর কোর টিম বারিধারাতে তার নতুন অফিস উদ্ভোধন করেছেন

আলহামদুলিল্লাহ,  

প্রিয় মেন্টর Iqbal Bahar Zahid স্যারের আনুপ্রেরণায় বারিধারাতে Sohanur SVn  ভাইর নতুন IT অফিস Graphics Freak শুভ উদ্ভোধন ।

দীর্ঘদিন সুনামের সাথে Ministry Of ICT Bangladesh  & Learning & Earning Development Project - LEDP তে Trainer Support হিসেবে কাজ করেছেন।

নিজের বলার মতো একটা গল্প গ্রুপের ঢাকা জেলার এম্বাসেডর ও ওয়েব টিম এর গর্বিত সদস্য সোহানুরন রহমান সোহান ভাই। প্রিয় প্লাটফর্মের ৩য় ব্যাচ থেকে লেগে আছেন, ঢাকার বিভিন্ন মিট আপ আয়োজন সহ গ্রুপের সামাজিক কাজে সবার আগে এগিয়ে আসছেন। স্নাতক শেষ করে সরকারী জবের জন্য অপেক্ষা না করে প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের অনুপ্রেরণায় বারিধারাতে একটি IT প্রতিষ্ঠান গড়ে তুলছেন। তার প্রতিষ্টানের নাম Graphics Freak এখানে নতুন পুরনো স্টাটআর্প ব্যবসায়ীদের জন্য ডিজিটাল মাকেটিং থেকে শুরু করে এফ-কমার্স, ই-কমার্স ওয়েব সাইড, ইউনিক ডিজাইনের লোগা সহ অনলাইন বেজ সকল প্রকার সাপোর্ট দেওয়া জন্য তার আছে দক্ষ আইটি সাপোর্ট টিম। 

নিজের বলার মতো একটা গল্প গ্রুপ এর কোর টিম বারিধারাতে তার নতুন অফিস উদ্ভোধন করেছেন।

আমরা সবাই তার এই প্রতিষ্ঠানের জন্য অনেক অনেক শুভ কামনা করছি । পাশাপাশি আমাদের প্লাটর্ফমের যেসকল নতুন ব্যবসায়ী আছেন তাদের যেকোন অনলাইন মার্কেট প্লেস এর জন্য যোগযোগ করতে পারেন। সোহান ভাইর অফিস আমার অফিসের পাশে। গ্রুপের সবার জন্য আমাদের অফিস সবসময় উন্মুক্ত ।

ধন্যবাদ

SOD No: 162

Date: 12.03.2020


এম. আই. হোসেন, দ্বিতীয় ব্যাচ, কোর ভলান্টিয়ার, রেজিঃ নং ০০১৪

Mi Trade 

Swagotom.com


ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।