আসসালামু আলাইকুম।
সকল ছোট ও বড় আপিদের দৃষ্টি আকর্ষণ করছিঃ-
আসলে কয়েকদিন যাবত আমার এ ভাবনার উদয় হলো তাই লেখা।
আমাদের গ্রুপে অনেক আপিরা নিয়মিত আছেন অনেকেই নক দিয়েছেন কিছু একটা করতে চাচ্ছেন, কেউ চাকুরী চাচ্ছেন কেউ আবার কিভাবে ব্যবসা করবেন সেটা জানতে চাচ্ছেন।
একটু খেয়াল করে দেখুন আমাদের গ্রুপে অনেক সফল আপিরা রয়েছেন তাদের পোস্ট ও তাদের ভাবনা গুলো লক্ষ্য করলেই বুঝতে পারবেন আপনার করনীয় কি।
আপি আপনাকে বলছি হাঁ আপনাকেই বলছি
কৈশোরে বাবার বাড়ি, যৌবনে স্বামীর বাড়ি, বৃদ্ধ বয়সে ছেলের বাড়ি বলতে পারেন কোথায় আপনার বাড়ি?
প্রশ্ন ও উত্তর একটু ভাবলেই খুঁজে পাবেন।
এতটুকু বিশ্বাস করি আমাদের গ্রুপে যে আপিরা আছেন প্রত্যেকেই একটা নিজের পরিচয় বহন করতে চান আলোকিত মানুষ হয়ে হাজারো মানুষের আইডল হতে চান, তৈরি করতে চান একটা স্বপ্নের পরিবার।
বিশ্বাস করুন আপনি ও হবেন আইডল, আপনার ও থাকবে একটা স্বপ্নের বাড়ি। কারন একটাই, আপনারা আছেন বিশ্বের সর্বশ্রেষ্ট রিয়াল হিরো ইকবাল বাহার জাহিদ স্যার এর তৈরি করা নিজের বলার মতো একটা গল্পের প্লাটফর্মে।
তাহলে আজ থেকে সকল লজ্জা, হতাশা, গ্লানি পিছনে ফেলে আমাদের আইকন লাখো তরুন, তরুণীর মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যার এর দেখানো পথে হাটতে শুরু করুন।
স্যার এর পোস্ট গুলো নিয়মিত পড়ুন, কমেন্ট করুন স্যার যেভাবে বলে সেভাবে নিজেকে তৈরি করুন। নিজেও পোস্ট করুন যা ইচ্ছে হয় লেখুন, হোক না এক লাইন বা তারও কম।
আর একটা কথা আমাদের স্যার এর কাছে বা গ্রুপের কাছে আপনার কি প্রত্যাশা বা কেমন হলে আপনাদের জন্য ভালো হয় কমেন্ট করুন। নিশ্চয়ই আমাদের স্যার আপনাদের মতামতের যে দিকটা ভালো হয় সেই দিক নির্দেষনা দিবেন।
স্যার এর জন্য আন্তরিক দোয়া রাখবেন যেন আল্লাহ স্যার কে সুস্থতার সহিত নেক হায়াত দান করেন।
SOD No: 164
Date:14.03.2020
চতুর্থ ব্যাচ
রেজিষ্ট্রেশন নং ১৮৮
স্থায়ীঃ- জাজিরা, শরীয়তপুর।
বর্তমানঃ- বোর্ডবাজার, গাজীপুর।
01717557169
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।