See More Post

কিছু সবজি চাষ করতে পারলে আমাদের চাহিদা পূরণ করেও কিছু আয় করা সম্ভব বলে আমি মনে করি।

আল্লাহর নামে শুরু করি,যিনি আমাদের সৃষ্টি করেছেন।
কয়েকদিন ধরে অনেকের পোস্ট থেকে অনুপ্রেরণা নিয়ে আর স্যার এর কথা অনুযায়ী, আর বিশেষ করে দেশের এমন অর্থনৈতিক বিপর্যয় এর সময় আমাদের উচিত নিজেদের চাহিদা নিজেদেরকে পূরণ করতে হবে।আর তাই আমাদের যে সময় আছে এবং বাড়ির আশে পাশের উর্বর ফাকা কৃষি জমিতে নিজের চেষ্টায় কিছু সবজি চাষ করতে পারলে আমাদের চাহিদা পূরণ করেও কিছু আয় করা সম্ভব বলে আমি মনে করি। তাই আজকে কিছু লেবুর চারা কলম দিলাম সাথে বাবার সাথে সবজি ক্ষেতে কাজ করলাম,, আর পুকুরের পাড়ে ফাকা যায়গায় লেবুর চারা লাগালাম,,সকলের কাছে দোয়া চাই যেন এভাবেই আস্তে আস্তে এগিয়ে যেতে পারি,,যদিও এটি একটি ছোট কাজ তবে আমি মনে করি দেশের এমন অর্থনৈতিক পরিস্থিতিতে এটাই অনেক বড় অবদান রাখবে। যদি সবাই এভাবে লেগে পরি তাহলে আরও সহজ হবে।
সবাইকে ধন্যবাদ।
দোয়া করি ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো।

📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- 208-28/04/2020

মিজারুল ইসলাম
৯ম ব্যাচ
রেজিষ্ট্রেশন -৯৬৪৬
ময়মনসিংহ জেলা
মোবাইল -০১৩০২৪২৩৪৪৯

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।