বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামুয়ালাইকুম
প্রথমেই আমি আমার প্রিয় মেন্টর Iqbal Bahar Zahid স্যারের প্রতি সম্মান জানিয়ে শুরু করছি আমার আজকের লেখা টা।
গত ১০/৯/২০২০ রোজ বৃহস্পতিবার, আমাদের কর্ণফুলী জোনের পক্ষ থেকে এক অসাধারণ মিট আপের আয়োজন করা হয়েছে আলহামদুলিল্লাহ।সে খানে আমি পতেঙ্গা জোন এম্বাসেডর সহ আমাদের অন্যান্য জোনের জোন এম্বাসেডর গণ ও উপস্থিত ছিলেন।
এবং সে সাথে ছিলেন আমাদের ডিস্ট্রিক্ট এম্বাসেডর
Md Tarek Uddin Noman
Shahadat
Zahid Islam
ভাইয়া
এবং আমাদের সবার অতি প্রিয় কোর ভলেন্টিয়ার Shakib Bin Rashid ভাইয়া।
আমাদের সকল দায়িত্বশীল ভাইয়ারা অসাধারণ সব দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত।যা আমাদের চট্টগ্রাম কে অনেক এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে ইনশাআল্লাহ ।
আমরা পুরো চট্টগ্রাম যেন এভাবেই একে অপরের সহযোগিতায় এগিয়ে যেতে পারি,সে প্রচেষ্টাই অব্যাহত থাকবে আমাদের মাঝে ইনশাআল্লাহ।
বিশেষ ভাবে ধন্যবাদ জানাই, কর্ণফুলী জোনের,তিন জন জোন এম্বাসেডর গণ কে।এতো সুন্দর একটা আয়োজন করার জন্য।
Reaz Kamal Heron
Md Moheudden
MD Moheudden
সায়মা আক্তার
নবম ব্যাচ
রেজিস্ট্রেশন নং ৯৯২৯
জেলা চট্টগ্রাম
পতেঙ্গা জোন এম্বাসেডর
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।