কান্ডারি হুশিয়ার,
দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ,
ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মৎ?
কে আছ জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ।
এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার।
আলহামদুলিল্লাহ
ঝড়নার স্রোত ধারার মত বৃস্টি ধারার মাঝে দিয়েই দারুন ভাবে সম্পুর্ন হলো। ইলিশের শহর চাঁদপুর জেলা টিমের উদ্দোগে অপলাইন মিটআপ।
ফেনি জেলা টিম,ঢাকা জেলা টিম ও কুমিল্লা জেলা টিমের অংশগ্রহণ দারুন ভাবে ফুটিয়ে তুলেছে এ আয়োজনটি।
ভীষণ ভাবে কস্ট হয় প্রভাসীদের জন্য এত সময় অপেক্ষা করার পরও আপনাদের জন্য কিছু করতে পারিনি এমনকি আপনাদের অভিমান গুলোর ও যথাযত মূল্যায়ন করতে পারিনি এ আমাদের ব্যার্থতা। তবে এই ভূল গুলী থেকে আমরা শিক্ষা নিয়েচি ভবিষ্যতে এভূল হবে না ইনশাআল্লাহ।
তবে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দারুন একটা শিখনীয় সময় পার করেছি। আলহামদুলিল্লাহ।
মেজবাহ আহমেদ
ফাউন্ডার কৃষাণের হাসি এগ্রো
জেলা এম্বাসেডর চাঁদপুর ০৩/৯৪১৪
০১৮৪৫৬৫৯৯৭৭
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।