ছিঁড়িয়াছে পাল,
কে ধরিবে হাল, আছে কার হিম্মৎ?💪💪
কে আছ জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ।
ইলিশের শহর চাঁদপুর জেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার শফত নিয়েছে এক ঝাক স্বপ্ন বাজ তরুন,
বেকারত্বের ও চাকরির নামে আধুনিক দাসত্ব থেকে মুক্তির বার্তা নিয়ে ছুটছে দ্বারে দ্বারে
এ প্রত্যয় যেন ভবিষ্যৎকে স্পস্ট করার
এ মিছিলে নিজেকে খুজে পেয়ে বড্ড ভাগ্যবান মনে হচ্ছে।
স্যার এর দেয়া সফলতার মূলমন্ত্র নিয়ে প্রতিদিন এর সেশন চর্চা ক্লাসের কিছু খন্ড চিত্র।
মেজবাহ আহমেদ
জেলা প্রতিনিধি চাঁদপুর ০৫/৯৪১৪
০১৮৪৫৬৫৯৯৭৭
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।