১ম ব্যাচ
জেলা এম্বাসেডর - ব্রাহ্মণবাড়িয়া
রেজিষ্ট্রেশন নং-২৬০১
খিলগাঁও, ঢাকা।
আসসালামু আলাইকুম,,, আশা করছি প্রিয় ফাউন্ডেশনের সবাই ভালো আছেন।
১৬ ফেব্রুয়ারি ২০২০ সালে আমাদের "
উদ্দীপ্ত ব্রাহ্মণবাড়িয়া'" স্লোগানে ৬০০+ মানুষের উপস্থিতিতে প্রোগ্রাম হয়েছে।
আর Iqbal Bahar Zahid স্যার প্রথমবার আমাদের জেলা প্রোগ্রামে উপস্থিত ছিলেন।
Zaved Parvez স্যার ছিলেন।
Chowdhury Daulat Mohammed Jafry ভাই ছিলেন।
Farabi Hafiz ভাই ছিলেন।
আর আমাদের ব্রাহ্মণবাড়িয়া টিমের সবাই উপস্থিত ছিলেন।
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।