See More Post

মুন্সিগঞ্জ অফলাইন মিট আপ ও উদ্যোক্তা মেলা-২০২১

মুন্সিগঞ্জ


💐আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ💐


কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি 


এত সুন্দর ক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা মিট আে উপস্থাপন করতে পারলাম মুন্সীগঞ্জে জেলা টিম


পাড়া কুটুমবাড়ী পার্টি সেন্টার এন্ড রেস্টুরেন্টের হল রুমে অফলাইন মিট আপ ও উদ্যোক্তা মেলা-২০২১ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র কোরআন করে ছেন মোঃ ইয়াসিন আত্তারী থেকে তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনা,ফুল দিয়ে বরণের মাধ্যমে শুরু হয় এই মিটআপ।


সদর উপজেলা এম্বাসেডর আবদুল্লাহ ও অধরার যৌথ সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা এম্বাসেডর সায়বা তাজরিন ।


মিটআপে আরও উপস্থিত ছিলেন, তরুণ উদ্যোক্তা ও সাংবাদিক সোহাগ আলী, দিপা আহম্মেদ, ইয়াসিন, আইয়ুব আলী,আইরিন, মুনিরুজ্জামান,খালেক, নাবিল, সুমাইয়া,সানজিদা,জয়া আফরিন, ইমরান, শ্রাবণ মাহমুদ ইমরান ,পলি, জহুরা আক্তার ও অন্যান্য সদস্য, উদ্যোক্তা ও ভলান্টিয়ার বৃন্দ।

এসময় বক্তারা বলেন, প্রিয় মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যারের নির্দেশনায় বেকারত্ব দূরীকরণে, সামাজিক- মানবিক কাজে ও ভালো মানুষী চর্চায় আমরা এগিয়ে যাচ্ছি, পাশাপাশি উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ ও নিজের ব্যাক্তিত্বকে সুপ্রতিষ্ঠিত করার জন্য নিজের বলার মত একটা গল্প ফাউন্ডশন বিশাল বড় একটি প্লাটর্ফম যা দেশ বিদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ।

মিটআপে অংশগ্রহণকারী স্পন্সর উদ্যোক্তারা ও সদস্যরা তাদের উদ্যোক্তা জীবনের গল্পগুলি সবার সাথে শেয়ার করেন এবং নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন। অতিথিবৃন্দরা বক্তব্যে, তরুন উদ্যোক্তাদের উৎসাহ প্রদান করেন এবং সবার সাফল্য কামনা করেন এবং মুন্সিগঞ্জ জেলাকে কীভাবে এগিয়ে নেওয়া যায় সেইসব দিকনির্দেশনা প্রদান করেন।


আলোচনা সভা শেষে খাওয়া-দাওয়া ও উদ্যোক্তাদের। পণ্য প্রদর্শনী করা হয়।

অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা ও সহযোগীতায় ছিলেন সায়বা তাজরীন, সোহাগ আলী, প্রবাসী উদ্যোক্তা সহ অন্যান্যরা ।।


উল্লেখ্য যে, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন দেশ ও প্রবাসের তরুণ-তরুণীদের নিয়ে উদ্যোক্তা বিষয়ক অনলাইন কর্মশালা ও প্রশিক্ষণের মাধ্যমে বিশাল নেটওয়ার্ক গড়ে তুলেছে। ইতিমধ্যে এই ফাউন্ডেশনের শাখা ছড়িয়েছে দেশের ৬৪ জেলায় এবং বিশ্বের ৫০ টিরও বেশি দেশে।


অসাধারণ ছিল অফলাইন মিট আপ মুন্সিগঞ্জ জেলার টিম উদ্যোগকে খুবই চমৎকার ছিল।

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।