See More Post

মাসিক মিটআপ নিয়ে কিছু কথা

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ্, আমি ভালো আছি ও সবার জন্য শুভকামনা করছি। আজ আমি মাসিক মিটআপ নিয়ে কিছু কথা বলবো। প্রথমেই ধন্যবাদ ও বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি জনাব ইকবাল বাহার স্যার এর প্রতি, যার ব্যক্তিগত উদ্যোগে ও অক্লান্ত পরিশ্রমে আজ আমাদের এই বিশাল প্লাটফর্ম। স্যারের আদর্শ উদ্দেশ্য বাস্তবায়নে এবং আমাদের সকলের কল্যাণে আমারা মাসিক মিটআপ করছি এবং নিয়মিত করে যাবো ইনশাআল্লাহ! তবে সবাইকেই সচেতন হতে হবে এই মিটআপ যেনো কারো বোঝা কিংবা কষ্টের কারণ না হয়। কারণ, অতীতে অনেক সাংগঠনিক কার্যক্রমে দেখেছি মূল আদর্শ উদ্দেশ্য ভুলে গিয়ে আগাছা নিয়ে প্রতিযোগিতা করে, ফলে  হিতে বিপরীত ঘটে। মাসিক মিটআপের জন্য কোন প্রকার চাঁদা ধার্য না করাই উত্তম বলে  আমি মনে করি। কারণ সবার সামর্থ্য সমান নয়। আমাদের মধ্যে হয়তো অনেকেই আছেন প্রোগ্রামের পুরো খরচ একাই বহন করতে পারবেন। আবার অনেকেই আছেন যাদের ভাড়ার টাকাটা যোগার করতেও অনেক কষ্ট হয়, কিন্তু প্রবল আগ্রহ আছে প্রোগ্রামে অংশগ্রহণ করতে। লজ্জায় সবাই সব কথা বলে না, বলা যায় না! এখানে আপ্যায়ন কমবেশি হলে কারো কোন অভিযোগ নিশ্চয়ই থাকবে না। কেননা, সবার লক্ষ্য উদ্দেশ্য একটাই আমরা নিজেরা প্রতিষ্ঠিত হব, এবং সামাজ কল্যাণে কাজ করব। অর্থাৎ নিজের বলার মত একটা গল্প তৈরি করব। বিষয়টি বলা যতো সহজ বাস্তবায়ন করা কিন্তু ততটাই কঠিন! আর এই কঠিন কাজটাকে সহজ করার জন্যই আমাদের সম্মিলিত প্রচেষ্টা। তাই আমার ব্যক্তিগত মতামত হলো আমাদের মাসিক মিটআপ গুলোতে খাবার দাবার ও অডিটারিয়ামের প্রতিযোগিতা না করি। কেউ যদি স্পন্সর করে সেটা আলাদা বিষয়, তাছাড়া মাসিক মিটআপ খুব সিম্পলভাবে করবো আর বার্ষিক একটি প্রোগ্রাম খুব ভালো আয়োজন করা যেতে পারে। আমরা সবাই মানবিক হই, একজন আরেকজনের স্বপ্ন পূরণে সর্বোচ্চ চেষ্টা করি। আমাদের সবার টিমে উদ্যোগতা তৈরীর প্রতিযোগিতা করি। তবেই আমাদের সবার প্রিয় মানুষ জনাব ইকবাল বাহার স্যারের আদর্শ উদ্দেশ্য বাস্তবায়ন সহজ হবে, সুন্দর হবে আমাদের সবার জীবন। ধন্যবাদ সবাইকে।


📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৫৮

Date:- ১২/১১/২০১৯ ইং

মোহাম্মদ মহররম হোসেন মাহ্দী 

৭ম ব্যাচ 

রেজিস্ট্রেশন নং ৪৯৪ 

কুরগাঁও, নবীনগর, সাভার, ঢাকা 

01706400050 

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।