See More Post

আজকের লিখার বিষয় টাকা ভাংতি। 😍

আজকের লিখার  বিষয় টাকা ভাংতি। 😍


মনে মনে বলতেছেন এটা আবার কেমন বিষয়,?😄


কিন্তু টাকা ভাংতি দিয়েও অনেক কাস্টমারের মন জয় করা যায়। আপনার দোকানের সেল ও বাড়বে। 


কারন টা হলো অনেক সময় অনেক কাস্টমার অনেক আশা নিয়ে আপনার কাছে আসে, যে ভাই ৫০০/১০০০ টাকার ভাংতি দেন তো,?


তখন আপনি ঠাস করেই বলে দিলেন,  আমার কাছে ভাংতি নাই,,। বা না না কথা,,?


লোকটা মন খারাফ করে অন্য জায়গায় টাকা ভাংতি খুঁজতে যাবে আর মনে মনে বলবে দূর এই দোকান থেকে আমি আর কিছুই নিবো না।🤬


আর আপনি যদি টাকা ভাংতি দেন তা হলে কাস্টমার হাঁসি দিয়ে মনে মনে বলবে লোকটা ভালো আছে পরের বার এই দোকানে আসা যায়।


আর হঠাৎ করে আপনার কাছে আসলেই ভাংতি নাই তখন হাঁসি দিয়ে বলবেন দেখি ভাই আছে কিনা,,?

একটু দেখে হাঁসি দিয়ে বলবেন আসলে ভাই ভাংতি শেষ থাকলে দিতাম।


কথা গুলো আপনি কাস্টমার হিসেবে চিন্তা করে দেখেন মিলে কিনা,,?

তাই দোকানে কম্পানির লোক আসলে বেশি বেশি ভাংতি রেখে দিবেন।

সামনে রমজান মাস ও আসছে,, টাকা ভাংতির অনেক অভাব পরবে।


SOD No: 168

Date: 18.20.2020


ইসমাইল খাঁন ইমতিয়াজ

জেলাঃ চাদঁপুর

ব্যাচঃ ৫ম

রেজিঃ ৪৫৯৩

ব্যবসাঃ পেইজ লিংকঃ

https://www.facebook.com/nogodbazar24/

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।