বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম
১০০০ তম দিন
ভালোবাসার আরেক নাম নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন। যার জন্মদাতা আমাদের শিক্ষাগুরু,আমাদের মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যার। যারা ভালোবাসা পরশ আমাদের নতুন রুপে নতুন সাজে চলতে শিখিয়েছে।
ভালোবাসার প্লাটফর্মে আমি যুক্ত হই ৩য় ব্যাচ থেকে।আজ পর্যন্ত কি জন্য লেগে আছি এই প্লাটফর্ম এর সাথে?এর উত্তর আমি একটাই বলবো একঝাক ভালোবাসার টানে।সৃষ্টির সেরা জীব মানুষ আর মানুষ চায় একটুখানি ভালোবাসা সেই ভালোবাসার জন্ম দিয়েছে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন। যা আমি এই গ্রুপে যুক্ত না হলে বুঝতে পারতাম না।
আজ এই প্লাটফর্ম ১০০০ তম দিনে এসে পা ফেলেছে। শুধুমাত্র ভালোবাসা আর বিশ্বাসের জোরে। ঈদের চাদের মতো আলোকিত এখন আমাদের এই প্লাটফর্ম যা গ্রুপে একবার প্রবেশ করলেই বোঝা যায়।বাংলাদেশের ৬৪ জেলা ও বিশ্বের ৫০ টি দেশে উৎযাপিত হচ্ছে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন এর ১০০০ তম দিন।
পৃথিবীর রেকর্ড সৃষ্টিকারী প্লাটফর্ম নিজের বলার মতো একটা গল্প এবার যেন আরেকটা ইতিহাস করলো।সারা বাংলাদেশ ও ৫০ টি দেশ দেখিয়ে দিলো এই ভালোবাসার প্রতিচ্ছবি। সেই সাথে ইতিহাসের সাক্ষী হলো মানিকগঞ্জ জেলার মানিকরা।অনেক সুন্দর, জমকালো আয়োজনের সাথে শেষ হলো মানিকগঞ্জ টিমের বিশেষ আয়োজন। মিলেছে ভালবাসার মানুষ গুলোর সাথে সাক্ষাৎ, হয়েছে আন্তরিকতা।
এই ভালোবাসা একদিনে তৈরি হয়নি এর পেছেনে কাজ করেছে লেগে থাকা,কমিউনিকেশন। যাদের কখনো চিনতাম না, জানতাম না তারা আজ হয়ে উঠেছে আপনজন শুধুমাত্র এই ভালোমানুষের ব্র্যান্ডের কারনে যেই ব্র্যান্ডের জন্মদাতা আমাদের শিক্ষাগুরু, আমাদের মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যার। স্যালুট জানাই স্যারকে এতো সুন্দর প্লাটফর্ম উপহার দেওয়ার জন্য।
এই প্লাটফর্ম এর কল্যানে বাংলার ঘরে ঘরে তৈরি হচ্ছে হাজারো উদ্যোত্তা যারা আজ নিজের পায়ে নিজে দাড়িয়েছে,নিজের পরিবারকে সাপোর্ট দিচ্ছে।শুধু নিজে একা নয় সবাই নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কারন এই প্লাটফর্ম আমাদের সবাইকে নিয়ে বড় হওয়ার শিক্ষা দেয়।
১০০০ তম দিন উপলক্ষে মানিকগঞ্জ এর মানিকরাও জমকালো আয়োজন করেছি।এটা আমাদের জন্য স্বরনীয় একটি দিন হয়ে থাকবে।প্রোগ্রামের পাশাপাশি করেছি সামাজিক কিছু কাজ যা মনের দিক দিয়ে শান্তি দিয়েছে উল্লেখযোগ্য হচ্ছে মানিকগঞ্জের ঐতিহ্য খেজুরের গাছ যা আবার নতুন করে ফিরিয়ে আনার চেষ্টা।
এছাড়া কিছু লিচু গাছ রোপণ,৭৫ জন এতিম বাচ্চাদের একবেলা খাওয়ানোর ব্যবস্থা করা হয়।
এসব মানবিক কাজ আত্মার শান্তির পরশ এনে দেয় যা না করলে বোঝা যায় না।শুধুমাত্র এই ভালোবাসার প্লাটফর্ম এর কল্যানে সুযোগ হয়েছে। স্যালুট জানাই আমাদের প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যার কে।
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।