ভোলা জেলায় হয়ে গেল তৃতীয় মিটআপ,৪ঠা জানুয়ারীকে উপভোগ করতে আমাদের এই প্রয়াস।
ভোলা জেলা হয়ে গেল সপ্ন ভাজ ভালো মানুষের মিলন মেলা, ভোলার মিটআপকে সুন্দর করতে বরিশালের কোর ভলান্টিয়ার, আমাদের কলিজার টুকরা রুহুল আমিন ভাই ও সাব্বির ভাই এসেছেন তিনাদের আগমনে আমরা ধন্য হয়েছি,
এমদাদ ভাইর পরিচালনায় এখানে ভোলার সকল এম্বাসাডর গন উপস্থিত ছিলেন।ভোলার বিভিন্ন প্রান্ত হতে ভালো মানুষের এই উপস্থিতি ভোলা কলেজ মাঠ রঙ্গিন হয়েছে।
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।