আলহামদুলিল্লাহ!
সকলের উপস্থিতি তে খুবই সুন্দর এবং চমৎকার ভাবে সম্পন্ন হলো ভোলা জেলার দ্বিতীয় মিট আপ।
সর্বপ্রথম Iqbal Bahar Zahid স্যার কে ধন্যবাদ। স্যারের জন্য আজকে আমরা এতো সুন্দর একটি পরিবার পেয়েছি।
আজকে "নিজের বলার মত একটি গল্প" গ্রুপের ভোলা জেলার দ্বিতীয় মিট আপ সম্পন্ন হল।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের ভোলা জেলা কোওডিনেটর মোঃ আরিফ হোসেন স্যার , বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি ভলান্টিয়ার Najeur Rohman Babu ভাই এবং Nahid Nusrat Tisha আপু। পুরো প্রোগ্রাম এর কনভেনর Suman Muhammad ভাই এবং ভোলা সরকারি কলেজ এম্বাসেডর Shahidul Islam ভাই সহ ভোলা জেলার সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। পুরো প্রোগ্রামটি জুড়ে ছিলো অসাধারণ আলোচনা। এই প্রোগ্রামটি এতো সুন্দর করে আয়োজন করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।