"""নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন""
হিমালয় কন্যা পঞ্চগড়।
শুরুটা তিনজন নিয়ে হলেও আজ পর্যন্ত ২০০+ সদস্য।
এপর্যন্ত উদ্যোক্তা সংখ্যা ২৫ জন। চারজন মোটামুটি সফল। তিনজন কমিউনিটি ভলান্টিয়ার। নতুন আরও কয়েকজন উদ্যোক্তা হওয়ার পথে। আমরা পঞ্চগড় টিম নিয়মিত অনলাইন /অফলাইন মিটআপ করি।বৃক্ষ রোপন,,মাস্ক বিতরণ, রক্তদান,,অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মত কাজগুলো দৃঢ়তার সাথে করে যাচ্ছি ইনশাআল্লাহ।
আমরা এগিয়ে যাবো
এগিয়ে যাবে পঞ্চগড়
এগিয়ে যাবে সমাজ
এগিয়ে যাবে দেশ
ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।