আলহামদুলিল্লাহ============= আলহামদুলিল্লাহ
আসসালামু আলাইকুম ======কেমন আছেন সবাই
-------আজকে নাটোর জেলা উদ্যোক্তা সম্মেলনও------ ----------বনভোজন সফলভাবে সম্পন্ন হয়েছে।----------
#বনভোজনে উপস্থিত ছিলেন রাজশাহী,চাপাই,যশোর পাবনা জেলা থেকে আমন্ত্রিত সদস্য ও দায়িত্বশীলবৃন্দ এবং নাটোর জেলার সকল দায়িত্বশীল ও সকল সদস্য ভাই-বোনেরা নিজেদের ভিতর বন্ডিং এবং সবাই ঐক্যবদ্ধভাবে নিজেদের বিজনেস কে এগিয়ে নেওয়ার নিমিত্তে আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ প্রভাব বয়ে আনবে বলে আমি আশাবাদী। আশাকরি, এভাবেই আমাদের স্বপ্ন গুলো বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ।
#পাশাপাশি #নাটোর_জেলা এগিয়ে চলার এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
_______আজকের মিটআপে উপস্থিত থাকা_________ রাজশাহী,চাপাই,যশোর ও পাবনা জেলা থেকে আসা সকল অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি
#অনেক দূরে থেকে এসে আমাদের সাথে আপনাদের মুল্যবান সময় দিয়ে নাটোর জেলা উদ্যোক্তা সম্মেলন সফল করায় নাটোর জেলা আপনাদের নাম স্বর্ণ অক্ষরে লিখে রাখবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।
#আমি আরো ধন্যবাদ জানাই যারা আমাদের বনভোজনে স্পনসর্শিপ নিয়েছেন আমাদের বনভোজন করতে সহযোগিতা করছেন আমি মন থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সহযোগিতার কথা নাটোর জেলা সব সময় মনে রাখবে
আসাকরি সব সময় আমাদের পাসে থাকবেন।
#পাশাপাশি এতো চমৎকার একটি উদ্যোক্তা সম্মেলন ও বনভোজন আয়োজন করার জন্য নাটোর জেলা এম্বাসেডর আব্বাস উদ্দিন ভাইয়া সহযোগিতায় ছিলেন
বায়েজিদ ভাইয়া. রাকিবুল ইসলাম. শাহাবুদ্দিন. বেলাল শেখ আরো অনেকে সকল দায়িত্বশীল এবং সদস্যদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো
#সম্মেলন উপস্থাপনায় ছিলেন আমাদের সকলের সুপরিচিত সোহান উদদীন নাটোর জেলা এম্বাসেডর
#সর্বোপরি বিশেষভাবে কৃতজ্ঞতা স্বীকার করছি আমাদের প্রিয় প্লাটফর্মের প্রিয় মেন্টর জনাব Iqbal Bahar Zahid স্যার এর প্রতি, এতো সুন্দর একটা প্লাটফর্ম তৈরী করে দেওয়ার জন্য।
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।