July 17, 2019 ·
#মানুষ_মানুষের_জন্য
বন্যা দূর্গত এলাকায় ত্রান বিতরন কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য নিজের বলার মত একটা গল্প গ্রুপের খুলনা জেলার পক্ষ থেকে আমার হাতে ৩৪০০/= টাকা তুলে দিলেন খুলনার সমন্বয়কারী (অর্থ) Lokman Hossain ভাই যা আমি আজই Tanusree Dipa দিদির নেতৃত্বে গঠিত টিমের সমন্বয়কারি চিটাগং ডিস্ট্রিক্ট এম্বাসেডর #সাকিব_বিন_রশিদ ভাই বরাবর বিকাশে প্রদান করে দেবো। খুলনা টিমের সকল সদস্যকে অসংখ্য ধন্যবাদ সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ মেন্টর জনাব Iqbal Bahar Zahid স্যার এমন মহৎই উদ্যোগ গ্রহন করে তা কার্যকর করার নির্দেশ প্রদান করার জন্য। আমি সকল জেলার সদস্যদেরও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি।
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।