আলহামদুলিল্লাহ আজকে চমৎকার ভাবে স্বপ্নীল সুনামগঞ্জের মিটআপ অনুষ্ঠিত হয়েছে। কৃতজ্ঞতা প্রকাশ করতেছি প্রিয় মেন্টর Iqbal Bahar Zahid স্যারের প্রতি। স্যারের নিঃস্বার্থ শ্রমের ফলে আমরা পেয়েছি ভালোমানুষের ফাউন্ডেশন। যার ফলে অনেক দুর দুরান্ত থেকে আমরা একসাথে মিটআপে অংশগ্রহণ করতে পেরেছি। মিটআপকে প্রাণবন্ত করেছেন সুদুর সিলেট থেকে এসে প্রিয় ফাউন্ডেশন এর কোর ভলান্টিয়ার Md. Movazul Hoque Movaz ভাই, সিলেট জেলা ডিস্ট্রিক্ট এম্বাসেডর Md. Babul Miah ভাই,সিলেট এমসি কলেজের ক্যাম্পাস এম্বাসেডর ও মডারেটর MD Riaz Uddin ভাই,প্রথম ব্যাচের সদস্য ফাহিম মুন্তাছির তালুকদার ভাই। এছাড়াও সুনামগঞ্জ জেলার অনেক দুর থেকে সদস্যরা কষ্ট করে এসে মিটআপকে চমকপ্রদ করেছেন। ইনশাআল্লাহ সুন্দর কাজের মাধ্যমে এগিয়ে যাবে স্বপ্নীল সুনামগঞ্জ জেলা।
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।