See More Post

হঠাত্ ফোন টা বেজে উঠলো

আসছালামু আলাইকুম 


👉#গল্পে গল্পে সেল পোস্ট 


🍁#বৃষ্টি সবার জন্য পড়ে 

কেউ  কেউ  ভেজে 

🌷#ইকবাল বাহার জাহিদ স্যার ।


বিচিত্র  এই পৃথিবীতে মানুষ কত ভাবে 

সারভাইপ করে। 

আসল কথা  হচ্ছে আপনি  ভালো  কিছু  করতে  চান কিনা।

মনকে স্থির করুন ,সময় কে কদর করুন ।

লেগে থাকুন, সাফলতা আসবেই ।


যে দেশের সর্ব উচ্চ স্থান, সাংসদ,যারা নীতি নির্ধারক তাদের মনে ই নারীর  প্রতি বিন্দু মাত্র শ্রদ্ধা বোধ নাই । সেই দেশের 

নারী জাতি কতটা অবহেলিত সেটা বলার অপেক্ষা রাখে না। 


আমার কথা টাই  বলি আমি একজন সপষ্ট বাদী লোক, অন্যায় দেখলে আমি 

প্রতিবাদ করি,

এর জন্য  আমাকে কত বার শুনতে  হয়েছে এই আপনি  মহিলা মানুষ হয়ে এতো বুঝেন  কেন??


কি আজব 

ওরা বোধ হয়  জানে না,এই ধরনীতে যা কিছু সৃষ্টি করেছে বিধাতা ।অর্ধেক  নর ,অর্ধেক তার নারী।


কথায়  কথায় 

সেল পোস্টের কথায় ভুলে  গেলাম 


হঠাত্ ফোন টা বেজে উঠলো 


হ্যালো আপু কেমন আছেন। 

আমি, আলহামদুলিললাহ ভালো আছি 

আপনি কেমন আছেন। 

আপা ভালো আছি, তবে খুব ব্যস্ত। 

তাই--হুম, 

আপা যে কারণে  আপনাকে  ফোন  করেছি, 

আগামী বৃহস্পতি বার আমার মেয়ের 

আঁকত, আমাকে  কিছু  পিঠা  করে দিতে হবে,

আমি, ওকে  দেওয়া যাবে আপু, 

কি কি পিঠা  নিতে চান। 

আপু বলল আপনার আইডি তে ঘুরে এসেছি,ঐ ঐ পিঠা  গুলো দিবেন।

এখানে  একটা কথা বলে রাখা ভালো  সবার  পারসোনাল আইডি স্ট্রং  রাখা  ভালো, 

অথাৎ আইডি  তে পোস্ট করা  কারন

অনলাইনে  ভালো মানুষ  যেমন আছে 

তেমনি ফ্রট ধান্দা বাজ ও আছে। 

তাই আইডি টা সব সময়  নিজের নামে করতে হবে,

অবুঝ মন ভোরের আকাশ, নীল প্রজাপতি এই সব ধানাই পানাই নাম ব্যবহার করতে  আমাদের  শিক্ষা  গুরু জনাব ইকবাল বাহার জাহিদ স্যার 

কঠোর  ভাবে  নিষেধ করেছেন। 


যাক আসল কথায় আসি। 

আপু বিশ জন মেহমান আসবে। প্রতোক টা আইটেম 35 পিচ  করে নিতে চাই।

কারণ আমার ও তো কিছু  লোক জন  থাকবে 

ওকে  ,ধন্যবাদ আপু। 

পেয়ে যাবেন। 

এই হচছে আমাদের  অন লাইন ব্যবসার ধরন।

যেখানে বিশ্বাস টাই মুল।

👉আমরা পন্য কিনি না, কিনি বিশ্বাস 

#ইকবাল বাহার জাহিদ স্যার 


👉 ভালো বেসে কাজ করছি হোমমেড ফুড নিয়ে কাজ করছি কিটো ডায়েট ফুড নিয়ে ,

পিঠা  ,আচার, বেকারি আইটেম। 

জন্মদিনের কেক, ফাস্ট ফুড। ইত্যাদি।


প্রতোক টা আইটেম ই  সংরক্ষণ করে রাখা যায়


📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬৯৮
Date:- ১৫/১২/২০২১ ইং

🌷আমি নার্গিস নাহার 

🌷🌷১৩তম ব্যাচ। 

🌷🌷🌷রেজি-59048

🌷🌷🌷🌷জেলা ফরিদপুর

🌷🌷🌷🌷🌷 অবস্থান ঢাকা মিরপুর 



ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।