See More Post

দিনাজপুর জেলার ১০০০ তম দিন উদযাপন।

নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন

  

Highilights day Dinajpur 


১০০০ তম দিনটি ছিলো একটি স্মরণীয় দিন 


উদ্যোগত্তাদের সম্মেলন শুধু ছিলো না,  ছিলো মানবিক কাজের অংশ হিসেবে "সাখাওয়াত হোসেন জীবন"  কে  ডিসি স্যারের মাধ্যমে কোন কম্পিউটার প্রদান৷ তরুণ উদ্যোত্তাদের নতুন কোম্পানি গুলো উদ্বোধন ও প্রধান অতিথিদের আলোচনা সভা৷ 


সেই অনুষ্ঠানে আমাদের প্রিয় মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যার ব্যস্তাতার কারণে সময় দিতে না পারায়, গতকাল দিনাজপুর জেলার সকল সদস্য ও কোর ভলেন্টিয়ার আলী রেজা ভাইয়ের আহ্বানে সাড়া দিয়ে সময় দিয়েছিলেন দিনাজপুর জেলা টিম কে৷ এসময় উপস্থিত ছিলেন কোর ভলেন্টিয়ার ও দিনাজপুর জেলার সদস্য বৃন্দ । 


স্যারের অনুপ্রেরণা ও দিকনির্দেশনা আমাদের কে বিমোহিত করেছে , দিনাজপুর জেলা কে স্যার যে আশা ব্যক্ত করেছেন আমরা তা পূরণের সর্বোচ্চ চেষ্টা করবো। 


অনুষ্ঠানে দিনাজপুর জেলা কর্মকান্ড ও বার্ষিক পরিকল্পনা কে তু্লে ধরা হয়েছিলো।হুমায়ূন  কবির প্রধান  উপজেলা এম্বাসাডের হামিদা আক্তার আপু এবং জেলা এম্বাসেডর  মনিরুজ্জামান ভাইয়ের অসাধারণ বক্তব্যে ফুটে উঠেছে সেই গল্প৷ 


দিনাজপুর জেলার তরুণ উদ্যোগত্তা ভাই আখতার হোসেন ও টুটুল দাদার প্রচেষ্টায় তৈরি হচ্ছে নতুন নতুন উদ্যোগত্তা৷ 


মানবিক কাজে আমাদের ভলেন্টিয়ার গণ অবদান রেখে যাচ্ছেন৷ রক্ত দানে আমরা এগিয়ে রয়েছি৷ 


সর্বোপরি দিনাজপুর জেলার সকল সদস্য ও মিটআপ উপস্থিত সকলকে জানায় এত সুন্দর একটি দিন উপহার দেওয়া জন্য।


ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।