আসসালামু আলাইকুম
প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় মেন্টর ইলবাল বাহার জাহিদ স্যারকে।।
স্যার শিক্ষাকে কাজে লাগিয়ে আমরা ভালো মানুষ হওয়ার চেষ্টা করছি,তারই ধারাবাহিকতায় আজ মতিঝিল জোন কর্তিক আয়োজিত আজ কম্বল বিতরন করলাম সিরাজগঞ্জের শীতে খুব কষ্ট পাওয়া মানুষদের কে।।আজ আমাদের এই কাজে সহযোগিতা করেছেন আমাদের সিরাজগঞ্জের হিরো রত্ন MD Jalal Uddin Akanda ভাই।।আরেক হিরো অত্যান্ত ভালো মনের মানুষ, যার কথা সারাদিন বল্লেও কম বলা হবে সিরাজগন্জের জেলা এম্বাসিডর উনি হচ্ছেন আর কেউ না আমাদের Bachelor Munir ভাই।আল্লাহ উনাদেরকে নেক হায়াত দান করুক।। তার পরে সিরাজগন্জের জেলা এম্বাসিডর Rubel Hasan ভাই।।উনিও অনেক ভালো মনের মানুষ।। আরও এক ভাই ছিলেন Md Saddam ভাই।।প্রত্যেকের ভালোবাসায় আমরা ঋনি।।সাথে ছিল মতিঝিল জোনের জোন এম্বাসিডর Ariful Hasan Shawon ভাই,Ruhul Amin ভাই,থানা এম্বাসিডর Shila Moni, সদস্য ছিলেন Md Tojbir ভাই,Foyzulla ভাই।। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে যে আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করছেন।।
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।