🌹🌹🌹🌹খুব সুন্দর ভাবে সম্পন্ন হলো🌹🌹🌹🌹
#চতুর্থ_প্রতিষ্ঠা_বার্ষিকী_উদ্যোক্তা_মহাসম্মেলন_২০২০ইং_উপলক্ষে_প্রস্তুতি_মিটাপ।
#আয়োজনে_পটুয়াখালী_জেলা।
প্রথমে কৃতজ্ঞতা জানাই আমদের সবার প্রিয় মেন্টর জনাব Iqbal Bahar Zahid স্যার এর প্রতি।
যার কারণে আমরা পেয়েছি ভাল মানুষের পরিবার
নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন।
আজকের অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন
আমাদের পটুয়াখালীর গর্ব আমার শ্রদ্ধেয় শিক্ষক। পটুয়াখালী সরকারি বাকিলা মাধ্যমিক বিদ্যালয়ের রসায়ন বিজ্ঞানের শিক্ষক জনাব P.C. Hawlader স্যার। সেই ২য় ব্যাচ থেকে আমাদের ফাউন্ডেশনের সাথে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানের সার্বিকভাবে সহোযোগিতা করেছেনঃ
Shawon Md Babu
ডিএ পটুয়াখালী।
Saiful Arefin
ডিএ পটুয়াখালী।
MD Abu Ishaq
ডিএ পটুয়াখালী।
Md Mahfuz Reham
ডিএ পটুয়াখালী।
Mohammed Altaf Hossian
কমিউনিটি ভলান্টিয়ার, পটুয়াখালী।
Shahab Mridha
কমিউনিটি ভলান্টিয়ার, পটুয়াখালী।
Farjana Akter Khadiza
কমিউনিটি ভলান্টিয়ার, পটুয়াখালী ও পটুয়াখালী জেলার সকল উপজেলা এম্বাসেডর এবং আজীবন সদস্যরা
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটির
ঢাকা সেন্ট্রাল কমিটির সম্মানিত সহ-সভাপতি
আমাদের পটুয়াখালী জেলার গর্ব আমাদের ফাউন্ডেশনের
কমিউনিটি ভলান্টিয়ার জনাব শাহাব মৃধা ভাই।
আনাদের উপস্থিতি সত্যিই অনুষ্ঠান মনোমুগ্ধকর রুপ নিয়েছেন।
অনুষ্ঠানের মাধ্যমে
অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটির মোট ৩৫ জন
সম্মানিত সদস্য আমাদের ১৬ তম ব্যাচে যুক্ত হয়েছে।
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।