See More Post

জয়পুরহাট জোনের অফলাইন মিটআপ

আসসালামু আলাই


প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের লাখো উদ্যোক্তার নয়ন মনি জনাব ইকবাল বাহার স্যারের প্রতি।

আজকে অফলাইন মিটআপ এ উপস্থিত সকল ভাই ও বোনদের অসংখ্য ধন্যবাদ। আজ তাদের উপস্থিতিতে মিট আপ টি ছিলো প্রাণবন্ত ও শিক্ষনীয়। নিজের উন্নতি সাধনে কঠোর পরিশ্রমের যেমন বিকল্প নেই, তেমনি উদ্যোক্তা জীবনে নিজের পার্সোনাল ব্র্যান্ডিং ছাড়া কোন বিকল্প নেই আর তা আমরা এই প্লাটফর্ম থেকে সম্পূর্ণ ফ্রিতে নিতে পারছি। সেই আলোতে আজকে মিটআপ এ  আলোচনায় ছিল নিজস্ব ব্র্যান্ডিং ও নিজ জেলা জয়পুরহাট কে কিভাবে এগিয়ে নেওয়া যায়। পরিশেষে সকলের উপস্থিতিতে সফলভাবে মিটআপটি  পরিচালনা সম্ভব হয়েছে আর যারা উপস্থিত হতে পারিনি ইনশাআল্লাহ পরবর্তী মিটআপ এ উপস্থিত থাকবো।


সকলে আমার জন্য দোয়া করবেন উদ্যোক্তা হিসেবে আমার পথ যাত্রা শুরু আমার প্রতিষ্ঠান নাম: Perfect Look(Joypurhat Men's Trusted Clothing Shop) এখানে ছেলেদের সকল কাপড়ের পণ্য পাওয়া যায়। সকলে আমার পেজ একবার Visit করে আসবেন।



ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।