আসসালামুআলাইকুম! "নিজের বলার মতো একটা গল্প" ব্যানারে চলছে #খুলনা টীমের দিন বদলের আড্ডা। এই দিন বদলের আড্ডার মূল উদ্দেশ্য ছিলো #খুলনা টীমকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি কি
পদক্ষেপ নেওয়া যায় সেই বিষয়ে মতামত প্রকাশ। তাছাড়া কিভাবে আরো এক্টিভ মেম্বার
বাড়ানো যায়, নিজের বলার মতো একটা গল্প, #খুলনা টীমের ব্যানারে সম্মিলিত ভাবে আরো বেশি বেশি
সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করা এবং #খুলনা টীমের
সম্মিলিত ভাবে একটা নতুন উদ্যোগ নিয়ে সুন্দরবন এলাকার বাঘবিধবা এবং মুন্ডা
সম্প্রদায়ের আর্থিক ও সামাজিক উন্নয়ন সহ একটা টেকসই কর্মসংস্থানের ব্যবস্থা করা সহ
আরো অনেক বিষয়ে আলোচনা, মতামত ও আড্ডা
হয়। সবশেষে আমাদের #খুলনার ডিস্ট্রিক্ট
অ্যাম্বাসেডর প্রিয় Protul Pathak ভাইয়ের বিশেষ
কৌশলে কথা বলার জড়তা কাটানোর on spot ভিডিও এবং behind the seen পদ্ধতিতে ভিডিও
রেকর্ড ছিলো অন্যতম আকর্ষণ। ধন্যবাদ সবাইকে, আগামীতে আরো নতুন কিছু থাকবে সেই আশাবাদ ব্যক্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ! উপস্থিত সদস্য সংখ্যা ১৩ জন।
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।