আসসালামুআলাইকুম! গতকাল ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে খুলনা জেলা টীম আয়োজিত বিশেষ মিট আপ সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ! আমার নিজের শারিরীকভাবে একটু কম সুস্থ ও নেটওয়ার্ক জনীত কারণে অনুষ্ঠান পরবর্তীতে কারোর সাথে যোগাযোগ করতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখিত! আশাকরি সবাই ভালো আছেন। যারা গত কয়েকদিনের অক্লান্ত পরিশ্রম করে গতকালের প্রোগ্রাম বাস্তবায়ন করেছেন সবার প্রতি অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি... বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি Protul Pathak দাদার নিকট, যিনি দূরে থেকেও সর্বদা আমাদের পরামর্শ মূলক দিক নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করছি Liton Dhaka ভাই ও Mohammed Rasel Akand ভাইয়ের প্রতি যারা হলো খুলনা টীমের অন্যতম দুইজন সেবক! আমি জানি প্রোগ্রাম বাস্তবায়নের ক্ষেত্রে আমার নিজের ও টুকটাক কিছু ভুলত্রুটি ছিলো, তবুও চেষ্টা করেছি যতটা সম্ভব ভালো একটা সুন্দর প্রোগ্রাম উপহার দেওয়ার। যাইহোক সবকিছুর জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি.... উপস্থিত সদস্য সংখ্যা ১৬ জন
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।