মোঃ জামান
সপ্তম ব্যাচ
নারায়ণগঞ্জ
আস্সালামুওয়ালাইকুম।
আমি যদিও সপ্তম ব্যাচের।হিসাব করলে হয়তো দ্বিতীয় ব্যাচের হবো কারন অনেক আগে থেকেই স্যারের সেশন গুলো ফ্ল করছি।যুক্ত হতে হতে সপ্তম ব্যাচে যুক্ত হবার সুভাগ্য হয়েছি।এবং উদ্যোগতা হয়ে গেছি।যদিও স্যারের লিস্টে নাই।আমি একটি কার ওয়াসিং সার্ভিসিং সেন্টার করেছিলাম এক বছর আগে এক বছরে আমার মূলধন উঠে গেছে এখান শুধু লাভ।ঐ টাকা দিয়ে আবার কমিউনিটি সেন্টার করছি।এর আগে যা যা করেছি লেগে থাকতাম না বলে লস খেয়েছি।এখন যেহেতু আমি ইকবাল বাহার স্যারের ছাত্র আমাকে আর কেউ ঠকাতে পারবে না।সবাই আমার জন্য দোয়া করবেন।আর আমাদের এই গ্রুপে সবাই এক ধরনের বিজনেস না করে একেক জন একেক ধরনের বিজনেস করলে ভালো হয়।যেমন সবাই যদি মধু আর কাপড় বিজনেস করে কিনবে কে?আমরা এমন ধরনের বিজনেস দিয়ে শুরু করবো যেনো একজনের প্রডাক্ট আরেক জন কিনে তার বিজনেসে সাহায্যে করতে পারি।আর স্যার কে অনুরোধ করবো আপনার গ্রুপের 1হাজার উদ্যোগতার সাথে সম্ভব হলে আমার নাম টা যদি এড করতেন।ধন্যবাদ সবাইকে।
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।