See More Post

পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়

আসসালামু আলাইকুম 

বিসমিল্লাহির রাহমানির রাহিম 


শুকরিয়া জ্ঞাপন করছি মহান রাব্বুল আলআমিনের দরবারে জিনি কিনা এই অসুস্থ পৃথিবীতে আমাদেরকে সুস্থ রেখে তার সমস্ত নেয়ামত ভোগ করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। 


দরুদ ও সালাম পেশ করছি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 


কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় শিক্ষক প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি যার অক্লান্ত  পরিশ্রম ও সৃজনশীল চিন্তার মাধ্যমে আমরা পেয়েছি নিজের বলার মত একটি গল্প ফাউন্ডেশন।


(গল্পে গল্পে বন্ধুকে রেজিস্টেশন করিয়ে দিলাম। )


ডিউটি শেষ করে বের হলাম অনেক দিন পরে এক বদ্ধর সাথে দেখা হলো কথা হলো কুশল বিনিময় শেষে যখন আমি চলে আসবো তখন।

বন্ধু ঃ চলো আজকে বাংলাদেশ-পাকিস্তান চমৎকার একটি ক্রিকেট ম্যাচ আছে দুজনে মিলে দেখবো 

আমি ঃনা  তুমি যাও আমার অনলাইনে ক্লাস আছে আমাকে অনলাইনে ক্লাসে যুক্ত হতে হবে।

বন্ধু ঃ তোমার আবার কিসের ক্লাস প্রবাসে থেকে তুমি আবার কোন বিশ্ববিদ্যালয় পড়াশোনা করো 

আমিঃ আছে বন্ধু পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় পড়াশোনা করি যেই বিশ্ববিদ্যালয়  পৃথিবীতে আর দ্বিতীয় টা নেই 

বন্ধু ঃ আমার সাথে মজা করতেছো কি আছে তোমার  বিশ্ববিদ্যালয়। কি শেখানো হয় যে এটা পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়।

আমি ঃ না মজা না সত্যি বলছি আমার ক্লাসের সময় হয়ে আসছে তুমি আমার বাসায় চলো এক কাপ কফি পান করাবো। কপি অফার দিলে আমার রুমে আসলেন কপি বানানো হয়েছে দুই কাপ কফি নিয়ে দুই জনে বসলাম আমার মোবাইলে একটা মেসেজ আসলো 

পাঠিয়েছেন এন আর বি কুয়েত টিমের  সুপার একটিভ কমিউনিটি ভলান্টিয়ার MD Sumon Hasan ভাইয়া লেখা ছিল।


১৬ তম ব্যাচের ৪৬ তম দিন ৪৬ তম অনলাইন সেশন চর্চা ক্লাস ভালোবেসে সবাই যুক্ত হন। 

যুক্ত হলাম শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করলেন সুপার অ্যাক্টিভ কমিউনিটি ভলান্টিয়ার  Md Ramjanali Md Ramjanali ভাইয়া অসাধারণ কোরআন তেলাওয়াত করেন ভাইয়া। এবং প্রিয় স্যারের সফত নামা পাঠ করলেন এন আর বি কুয়েত টিমের সুপার অ্যাক্টিভ কান্ট্রি অ্যাম্বাসেডর Adnan Tipu Sultan ভাইয়া অতপর পুরো সেশনটি রিডিং পড়ে শোনালেন সুপার একটিভ কমিউনিটি ভলান্টিয়ার     Md Lokman ভাইয়া। শুভেচ্ছা বক্তব্য দিলেন এন আর বি কুয়েত টিমের অক্সিজেন ফাউন্ডেশনের সুপার একটিভ মডারেটর এনআরবি কুয়েত কান্ট্রি এম্বাসেডর সকলের প্রিয় লিডার Mohammad Mahmudul Islam ভাইয়া। এরপর পুরো সেশনটি লাইন বাই লাইন চমৎকার করে পড়ে সকলের মাঝে অসাধারণ ভাবে বিশ্লেষণ করে বুজিয়ে দিলেন এন আর বি কুয়েত টিমের সুপার একটিভ কান্ট্রি এম্বাসেডর প্রিয় Md Khairul Islam ভাইয়া ও শামসুল ইসলাম রুবেল  ভাইয়া এর পরে আমারা উপস্থিত সকল মডারেটস এম্বাসাডর কমিউনিটি ভলান্টিয়ার সহ সকল সদস্য বৃন্দ যার যার মত করে সেশন নিয়ে আলোচনা করি।সেশন ক্লস শেষ করলাম বন্ধুকে জিজ্ঞাস করলাম আজকের ক্লাস তোমার কেমন লেগেছে আমার মুখের দিকে হা করে  তাকিয়ে রইলো।

বন্ধু ঃ তোমরা প্রতিটি মানুষ এত অসাধারণ ভাবে সুন্দর করে গুছিয়ে কিভাবে কথা বলো এক এক জন জার জার মত এক একটা উদারন দিয়ে বুজিয়ে দিলেন  বাহ এক কথায় অসাধারণ আমার অনেক ভালো লাগলো। 

এটাতো বুজলাম কিন্তু সেরা বিশ্ববিদ্যালয় কিভাবে হলো।


আমি ঃ এমন বিশ্ববিদ্যালয় পৃথিবীতে আর দ্বিতীয় টা নেই যেখানে টানা 90 দিন সেখানে শুকবার শনিবার নেই নেই ঈদের পূজার দিন নেই বড় দিন বিরতি হিন এক টানা ক্লাস চলে। 


 এমন বিশ্ববিদ্যালয় পৃথিবীতে আর দ্বিতীয় টা নেই যেখানে ফরম খিলাফ থেকে শুরু করে সমস্ত শিক্ষা  গ্রহণ করতে একটি টাকাও খরচ হয়না।


এমন বিশ্ববিদ্যালয় আর দীতীয় টা নেই যেখানে বাবা মাকে জড়িয়ে ধরে বলতে বলা হয় বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি মা  আমি তোমাকে অনেক ভালোবাসি তোমাদের সঙ্গে যদি কোন ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিও।


 আমি ঃ প্রতি ব্যাচে টানা ৯০ দিনে ৯০টি সেশান হয় / যেটা পৃথিবীর রেকর্ড তম কর্মশালা। 


প্রতি ৯০ দিনে ৯০ টি প্রতিদিন নিজের সাথে কথা বলা ও অন্যান্য বিষয়ে সেশন করানো হয়।


প্রতি ব্যাচে ২৪ টি লাইভ শো জীবনের গল্প বিষয় ভিত্তিক/ ২৪ জন নতুন নতুন গুণী ও অভিজ্ঞ মানুষকে utv live এনে সেশানের মতো করে করা হয়।


প্রতি ব্যাচে ৮টি বেসিক আইসিটি ক্লাস ( আগামীতে আরো বাড়বে)

প্রতি ব্যাচে ৮টি ইংরেজি শেখার ক্লাস ( আগামীতে আরো বাড়বে) 


প্রতি ব্যাচে ৯ টি বেসিক অ্যাকাউন্টিং ক্লাস। 


প্রতি ব্যাচে টানা ৩০ দিনের কথা বলার জড়তা কাটানো প্রশিক্ষণ প্রেজেন্টেশান স্কিলস।


প্রতি ব্যাচে দেশ ব্যাপী ৬৪ জেলায় অন্তত ১ টি করে সামাজিক ও মানবিক ও ভলান্টিয়ারিং কাজ করা হয়।

    সবার আগে একজন ভালো মানুষ হওয়া শিখানো হয় । 


 উদ্যোক্তা হবার মানসিকতা প্রস্তুতি ও অনুপ্রেরণা। 


 বিজনেস কীভাবে শুরু করবেন?  কি কি লাগবে?


বিজনেসের আইডিয়া কীভাবে নিবেন?

  আপনার মূলধন কীভাবে যোগাড় করবেন? 

খুব অল্প পুঁজিতে কি কি বিজনেস শুরু করা যায়? 


 উৎপাদন কীভাবে করবেন,  বিক্রয় করবেন কোথায়,কাস্টমার কারা।

অফিস চালানো দক্ষতা। 

মার্কেটিং প্ল্যান এবং নেটওয়ার্কিং।

লিডারশীপ দক্ষতা। 


মূল্যবোধ বৃদ্ধি, শেয়ারি ও সামাজিক দায়বদ্ধতা। সামাজিক কাজ ও ভলান্টিয়ারিং করা।

বাংলাদেশের এই প্রথমবারের মতো সপ্তাহিক অনলাইন হাট, এটাই হয়তো ইতিহাস হয়ে থাকবেন। 

মেয়েদের বিভিন্ন হাতের কাজের প্রশিক্ষণ দেওয়া হয়।এই জন্যই আমরা বলি এটা আমাদের পৃথিবীর শ্রেষ্ঠ  বিশ্ববিদ্যালয়। 


কিরে বন্ধু চুপচাপ হা করে তাকিয়ে রইলা যে কিছু তো বলো না হলে মুখটা বন্ধ করো না হলে মশা  ঢুকবে। 


বন্ধু ঃ আমি কি আর বলবো মুগ্ধ তোমার কথা শুনে তুমি ঠিকই বলেছো এর চেয়ে ভালো শিক্ষা আর কোথাও নেই আমি মেনেই নিয়েছি এটাই পৃথীবীরশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়  আর কিছু বলতে চাই না  রেজিস্ট্রেশন করতে চাই বন্ধ তারাতাড়ি রেজিষ্ট্রেশন করে দাও ।


আমি ঃ আচ্ছা ওকে  বন্ধ তাহলে রেজিস্ট্রেশন করতে তোমার তথ্য লাগবে তোমার তথ্য গুলো আমাকে দাও।

বন্ধু ঃ আচ্ছা ঠিক আছে আমি আমার সব তথ্য এখনি দিচ্ছি 

আমি ঃ আচ্ছা ওকে বলো

 সে সব তথ্য গুলো আমাকে দিলো আমি রেজিষ্ট্রেশন করে দিলাম এই নেও আজ থেকে এটা তোমার পরিচয়। 


নামঃ সেলিম

জেলাঃ নরসিংদী

থানাঃ মনোহারদি

রেজিষ্ট্রেশন নাম্বারঃ ৮০৪৭৭

ব্যাচ নাম্বারঃ ১৬

বিভাগঃ ঢাকা

 রক্তের গ্রুপঃ এ পজেটিভ, 

ফোন নাম্বার ঃ 66925072

অবস্থান কুয়েত

বন্ধু ঃ আমি চির কৃতজ্ঞতা প্রকাশ করছি তোমার প্রতি । আমি গর্বিত আনন্দিত ফাউন্ডেশনে জয়েন হতে পেরে আলহামদুলিল্লাহ। ভালো মানুষের পজেটিভ ফাউন্ডেশনে আমি সবসময় থাকতে চাই আজীবন কাজ করে যাবো ইনশাআল্লাহ ফাউন্ডেশনে।


আমি ঃ আচ্ছা ওকে বন্ধ আমি কুয়েত মেসেঞ্জার গুপে অ্যাড করে দিবো । সেখানে বিশাল মনের সৎ পজেটিভ মানবিক ভালো মনের মানুষ আছে ।

বন্ধু ঃ ওকে প্রিয় বন্ধু দাও ভালো থেকো আল্লাহ তায়ালা তোমাকে সুস্থতার সহিত নেক হায়াত দান করুন আমিন। 

ভালোবেসে আপনাদের মুল্যবান সময় নষ্ট করে আমার গল্পটি পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ প্রিয় সবাইকে। 



📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৬৯৮

Date:- ১৫/১২/২০২১ ইং

নামঃ মোঃ রিপন আলি 

কমিউনিটি ভলান্টিয়ার 

ব্যাচনাম্বারঃ ১২/ রেজিষ্ট্রেশনঃ৩৭৬১৬

জেলাঃ শরীয়তপুর /থানাঃ সদর

ব্লাডগ্রুপঃ বি পজিটিভ

সদস্য-প্রচার টিম  NRB KUWAIT

অবস্থান এনআরবি কুয়েত।

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।