অশেষ কৃতজ্ঞতা স্বীকার করছি মহান সৃষ্টিকর্তার প্রতি সুন্দর ভাবে আজকের মিট-আপ প্রোগ্রাম সফল ভাবে সম্পন্ন করতে পেরেছি এজন্য। আরও কৃতজ্ঞতা স্বীকার করছি আমাদের মেন্টর শ্রদ্ধেয় Iqbal Bahar Zahid স্যারের প্রতি যার জন্য আমারা সবাই একত্রিত হতে পেরেছি।
আজকে প্রচুর বৃষ্টি থাকার পরেও কষ্ট করে যে সকল ভাই ও যে দুইজন বোন মিট-আপ প্রোগ্রামে উপস্থিত ছিলেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ। আর যারা আজকের মিট-আপে যেকোন কারণে উপস্থিত থাকতে পারেননি আগামী মাসের মিট-আপে তাদের উপস্থিতি কামনা করছি।
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।