#গাছ লাগান #পরিবেশ বাঁচান#নিজে বাঁচুন
নির্বিচারে গাছ না কেটে আসুন প্রচুর বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করি এবং প্রিয় মেন্টরের নিদের্শনা পালন করি।
প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ অভিযান মিরপুর জোন এর পক্ষ থেকে অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে ইনশাআল্লাহ।
একটি গাছ লাগালে কি পাবেন?
১ অক্সিজেন
২ পরিবেশ রক্ষা
৩ অর্থনৈতিক স্বাবলম্বী
৪ ফল
৫ প্রকৃতিতে গাছ
৭ প্রাণীকুলের রক্ষায় গাছের গুরত্ব
৮ গাছ এবং প্রাণীর পারস্পরিক বন্ধন
৯ উদ্ভিদকুলের ধ্বংস ও জীবকুলের প্রাণসংকট
১০ একটি গাছ একটি প্রাণ’ অভিযানের গুরুত্ব
আপনার পরিবারের একজন মৃত মানুষের নামে লাগান সেই গাছের ফল মানুষ পশু পাখি খাবে আল্লাহর সৃষ্টি মাখলোকাত শান্তি পাবে। আল্লাহ সন্তুষ্টি হবেন। সেই অছিলায়। আল্লাহ এই মৃত মানুষের গুনা মাফ করবেন ইনশাআল্লাহ।
আসুন মানবতার সেবায় মিনিমাম ১টি করে গাছ লাগাই।
সম্ভাব্য গাছের তালিকাঃ
১ নিম ২০টি
২ অর্জুন ২০টি
৩ কাঠ বাদাম ২০টি
৪ জাম ১০টি
৫ কাঠাল ১০টি
৬ জামরুল ১০টি
৭ সফেদা ১০টি
৮ রক্ত জবা ৫টি
৯ কৃষ্ণচূড়া ১০টি
১০ অন্যান্য ফুল গাছ যা পছন্দ হয় ২০টি
আর কি গাছ লাগানো যায় পরামর্শ দিতে পারেন সবাই
আমাদের পরিবেশ আমরা বাচাই।
একটি গাছ একটি প্রাণ♥️♥️♥️
ধন্যবাদান্তে
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।