See More Post

নারায়ণগঞ্জ জেলা টিমের অফলাইন মিটআপ

♦️মিটআপ ♦️ মিটআপ ♦️ মিটআপ


আসসালামু আলাইকুম 


আলহামদুলিল্লাহ!!!

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 


সকলের সুস্থতা সার্বিকভাবে কামনা করছি 


অত্যন্ত চমৎকার ও সফলভাবে সম্পন্ন হলো আমাদের শিল্প নগরী নারায়ণগঞ্জ জেলা টিমের ফিজিক্যাল মিটআপ।


গতকাল ২৭/০৮/২০২১ তারিখ, রোজ শুক্রবার, নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার দাশেরগাঁ এ,,আল মদিনা কমিউনিটি সেন্টারে।


অত্যন্ত সুশৃঙ্খল ও আন্তরিক পরিবেশে চমৎকারভাবে সম্পন্ন হয়ে গেলো আমাদের মাসিক ফিজিক্যাল মিটআপ। করোনা পরিস্হিতির কারণে দীর্ঘ চার মাস আমরা ফিজিক্যাল মিটআপ করতে পারিনি তবে নিয়মিত চলেছে আমাদের মাসিক অনলাইন মিটআপ ও প্রতিদিনের শেষনচর্চা। গতকাল আমাদের ফিজিক্যাল  মিটআপে উপস্থিতি সংখ্যা ছিল ৭০+ জন।


 নারী সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।  আলহামদুলিল্লাহ ২০+ নারী সদস্য উপস্থিত ছিলেন এই মিটআপে। আমাদের সকল উপজেলা থেকে নারীরা অংশগ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ। 


আমাদের মিটআপ কে আরো বেশি শোভামন্ডিত করেছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, ফাউন্ডেশনের সম্মানিত তিনজন কোর ভলেন্টিয়ার ভাই।


 🌺 Sagar Banik  ভাইয়া

🌺 Sohanur Rahman Shovon ভাই

🌺 Nurun Nabi Riyaz  ভাই


তারা ঢাকা থেকে এসেছেন এবং দুপুর ১২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত আমাদের সময় দিয়েছেন, আমাদের সফলতার গল্প শুনেছেন,আমাদের দাবি-দাওয়া শুনেছেন এবং সমাধানের আশ্বাস দিয়েছেন। তাদের দিকনির্দেশনামূলক বক্তব্য ছিলো-- আমাদের সকল

 পরিশ্রমের মূল প্রাপ্তি।


আমাদের জেলার প্রবাসি ভাইয়েরা প্রবাসে থাকেন বলে কোনভাবেই পিছিয়ে নেই। তারা প্রতিনিয়ত মিটআপের জন্য যোগাযোগ,পরামর্শ, প্রচার ও প্রতিনিধী পাঠিয়ে আমাদের সহযোগিতা করেছেন। 


মিটআপের বিশেষ আকর্ষন ছিলোঃ

❤️Cake Valley এর কেক।

❤️নবী ভাইয়ের আচার

❤️রোকেয়া আপার হোমিওপ্যাথিক এ্যামুনিটি ডোজ

❤️ও আফিফা ইসলাম রোজিনার পিঠা।

তাদের সবার জন্য রইলো শুভকামনা ও দোয়া। 


মিটআপে অংশগ্রহণ ও সহযোগিতা করে মিটআপ কে 

সফল করার জন্য নারায়ণগঞ্জ জেলা টিমের প্রত্যেক আজীবন সদস্যকে অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা।

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।