 
                  আমার বাবা গত ৪ বছর আগে আমাদের ৩ টুকরা জমিতে কিছু হয়না বলে অনেক টাকা খরচ করে তাতে মাটি ভরাট করেন। পরিকল্পনার অভাবে কিন্তু কিছু করা হয়ে উঠছিল না। তারপর একদিন একটা আটিকেল পড়ি তাতে দেখি এক লোক গাছ লাগিয়ে কোটিপতি হয়ে গেছেন। সেখান থেকে আইডিয়া নিয়ে আমি সেই ৩ টুকরা জমিতে গতবছর জুলাই মাসে ২০০ মেহগনি এবং লম্বু গাছ লাগাই। কিছু গাছ মারা যায়। মরা যাওয়া জায়গায় আবার এবছর ৩০ টা গাছ লাগাই গতকাল। এবং দেখি গতবছর লাগানো গাছ ১ বছরে আমাকে ছারিয়ে গেছে। মনে অনেক আনন্দ লাগছে এই ভেবে যে এর দ্বারা আমি ২টা ভাল কাজ করলাম। এক জলবায়ূর তখা দেশের এবং দুই নিজের। আসুন সবাই গাছ লাগাই। আর আমার গাছগুলোর জন্য দোয়া করবেন সবাই। ধন্যবাদ।
 
                       ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।