See More Post

মহা সম্মেলন ২০২০ "নিজের বলার মতো একটা গল্প" ফাউন্ডেশন

আসসালামু আলাইকুম, 

আশা করি "ঈদ" আনন্দের শেষে সবাই অনেক ভালো আছেন।


আলহামদুলিল্লাহ,

অনেক সুন্দর ও সুশৃঙ্খল ভাবে আমাদের নিজের বলার মত একটা গল্প গ্রুপের মহা সম্মেলন ২০২০ সফল হয়েছে। ৬৪ জেলা ও ১৪ দেশের প্রায় ৪৫০০ ভালো মানুষ এক সাথে হয়েছে৷

 আর আমি আনন্দিত কারণ আমিও সেই মহা সম্মেলনের সাক্ষী হতে পেরেছি। সেই মহা সম্মেলনে ভালো মানুষদের সেবা করার সুযোগ হয়েছে। সেখানে ফুড ভলান্টিয়ার ও ওভজার্ভেশনের দায়িত্বে ছিলাম। আমাদের টিম লিডার #Sumon_vai & Sohanur SVn ভাই আমাদের সকল কাজ পরিচালনা করছেন। বিশেষ করে সম্মেলনের আগের দিন ও রাতে #ইকবাল_বাহার_জাহিদ স্যার নিজে স্টেডিয়ামে থেকে সকল কাজ ফলোআপ করেছেন & #sabbir ভাই Kazi Nazmul Alam Hamim ভাই Protul Pathak ভাই আরো অনেকেই নিঃসার্থ ভাবে অক্লান্ত পরিশ্রম করেছেন সম্মেলন সফল করার জন্য। তা  আমাকে মুগ্ধ করেছে। দায়িত্ব কাকে বলে আমি তাদের কাজ থেকে শিখেছি। এতো বড় একটা সম্মেলন সরকারি আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া সম্মেলন  সফল হয়েছে! 

আর আমাদের গ্রুপের সদস্যরা অসাধারণ ভলান্টায়ারিং করেছেন।

 আমি একটা জিনিস উপলব্ধি করেছি (খাবারের ক্ষেত্রে) আপনারা এতো গুলো মানুষ সুশৃঙ্খল ভাবে লাইনে দাঁড়িয়ে খাবার নিয়েছেন ও পরিবেশন করেছেন। সকল কাজ সুশৃঙ্খল ভাবে করে সম্মেলন সফল করতে আমাদের কাজকে সহজ করে দিয়েছেন। আপনাদের সকলের প্রতি রইলো অবিরাম ভালবাসা ও শুভ কামনা। আপনারা স্যারে সুশিক্ষাকে প্রতিফলিত করেছেন। প্রমাণিত হয়েছে আমরা সবাই ভালো মানুষ।। 


অবশেষে, ভালো মানুষ গড়ার কারিগর & সকলের আইকন #ইকবাল_বাহার_জাহিদ স্যারের দীর্ঘ আয়ু কামনা করছি।


মোবাশ্বির হোসাইন (B+)

সপ্তম ব্যাচ

রেজিষ্ট্রেশন- ৪০৯১

বর্তমান- আশুলিয়া, সাভার।

(সাভার কলেজ) 

নিজ জেলা- ময়মনসিংহ। 

ফোন- ০১৭১৭৯৪৩০৪০

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।