আলহামদুলিল্লাহ অবশেষে মুন্সিগঞ্জ জেলা টিমের আয়োজনে নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের মিট আপ ও উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত।।
স্যালুট, ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা জানাই প্রিয় মেন্টর ইকবাল বাহার জাহিদ স্যারকে এত সুন্দর পরিবার ও প্লাটফর্ম উপহার দেওয়ার জন্য।।
এছাড়াও কৃতজ্ঞতা প্রকাশ করছি মুন্সিগঞ্জ জেলার গর্বিত কোর-ভোলেন্টিয়ার মোঃ কামরুল হাসান ভাই, সর্বপ্রথম জেলা এম্বাসেডর Muhammad Hasan Bin Malek ভাই ও বর্তমান পরিশ্রমী এম্বাসেডর Sayba Tazrin আপু সহ দায়িত্বশীলদের প্রতি।।
গতকিছুদিন থেকে প্রোগ্রাম আয়োজনের জন্য ব্যস্ত ছিলাম প্রায় অনেকেই অবশেষে সফল হলো আজ।।
নতুন উদ্যোক্তারা পেয়েছে অনুপ্রেরণা ও নির্দেশনা,শুনেছি এবং শুনিয়েছি সকল উদ্যোক্তাদের সংগ্রামময় পথচলার গল্প।। সফল হোক সকল সকল উদ্যোক্তা, এগিয়ে যাক প্রিয় মুন্সিগঞ্জ জেলা ।।
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।