See More Post

মতিঝিল জোনের রামপুরা থানার অফলাইন মিট আপ

রামপুরা থানা মিট-আপ (মতিঝিল জোন)

অতি চমৎকার আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল মতিঝিল জোনের রামপুরা থানার অফলাইন মিটাপ। মিট-আপে সবার সাথে পরিচিত হবার পাশাপাশি "ব্যবসায় লিগ্যাল ডকুমেন্টস"  নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা  করা হয়। পুরো অনুষ্ঠান অনেক উপভগ্য ছিল। বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি রামপুরা থানা এম্বাসেডর ও দিনাজপুর জেলার কীর্তি সন্তান Shahin Alam ভাইয়াকে। 

কৃতজ্ঞতা জানাচ্ছি রামপুরা থানা , মতিঝিল জোন এর সকল দায়িত্বশীল ও সদস্যসদের। আরো কৃতজ্ঞতা রইল প্লাটফর্মের দায়িত্বশীল কোর- ভলান্টিয়ার ও মডারেটর ভাইয়া-আপুদের প্রতি যারা উপস্থিত থেকে প্রোগ্রাম সফল করেছেন । 



ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।