See More Post

মানিকগঞ্জ জেলা সদস্যের সামাজিক কার্য সম্পাদন

#নিজের_বলার_মত_একটা_গল্প  গ্রুপের,  ২য় ব্যাচ এর টানা ৯০ দিনের কর্মশালার শেষ দিন উদযাপন উপলক্ষে- ভালোলাগার কিছু কাজের প্রয়াস ।


১। আজ সোবহানবাগ মসজিদের সামনে গিয়ে দেখলাম ৪/৫ বছর বয়সী একটা ছেলেকে নিয়ে ফুটপাতের এককোণে বসে আছে মধ্যবয়সী এক মা। মা-ছেলের জীর্ণশীর্ণ পোশাক আর আর মলিন চেহারা দেখে আর বুঝতে বাকি থাকলনা যে, কতটা মানবেতর জিবন যাপন তাদের। কাছে গিয়ে জিজ্ঞাসা, "খালা আপনি কোথায় থাকেন?" উত্তরে হাতের ইশারা সহ সে একটু অদুরে ফুটপাতের পাশে একটি গাছ দেখিয়ে বলল "  অই গাছের নিচে থাহি আবার কত সময় এই রাস্তা পার হওয়ার বিরিজের উপরে" অর্থাৎ আদরের সন্তানতটাকে নিয়ে রাতে  এই দুই জায়গার এক জায়গায় ঘুমায় :'(  তারপর বললাম আমি যদি আপনার ছেলেকে আর আপনাকে কিছু খাওয়াই তাহলে খাবেন। উত্তর " হ বাবা, খামু। জিজ্ঞাস করলাম কি খাবেন, ভাত নাকি বিরিয়ানি। উত্তরে বললেন, "বিরিয়ানি"। পাশের একটি রেস্তোরাঁয় নিয়ে মা-ছেলেকে বিরিয়ানি খাওয়ালাম। সত্যিই,  কখনো কখনো আমাদের সল্প প্রয়াসই কিছু কিছু মানুষের অনেক খুশি হবার কারণ হতে পারে। 


২। নিজের জায়গায় নয়, পাবলিক প্লেসে আজ একটা ফলজ গাছও লাগিয়েছি 


অনেক বেশি শ্রদ্ধা ও ভালবাসা সেই প্রিয় মানুষ

# ইকবাল বাহার ভাইয়ের প্রতি যার অনুপ্রেরণা প্রতিনিয়ত সাহস যোগাচ্ছে ভালমানুষ হবার স্বপ্ন দেখতে।

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।