See More Post

কিশোরগঞ্জ ও ভৈরব উপজেলার বৃক্ষরোপণ কর্মসূচি

আসসালামু আলাইকুম 

আশাকরি সকলে ভালো আছেন। 

আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। 


গাছ লাগানো অনেক নেকির ও উপকারী কাজ। 

এসব কাজ করতে পারলে মানসিক তৃপ্তি পাওয়া যায়। 


১০ম ব্যাচের সমাপনী ও ১১ তম ব্যাচের উদ্বোধন উপলক্ষ্যে স্যারের যে বৃক্ষ রোপন কর্মসূচি তা নির্দ্বিধায় প্রশংসার দাবী রাখে। এই জন্য স্যারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। 


কিশোরগঞ্জ জেলা ও ভৈরব উপজেলাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আলহামদুলিল্লাহ আমরা ভৈরবের অধিকাংশ সদস্যবৃন্দ উপস্থিত থেকে আজকে সম্পন্ন করলাম বৃক্ষ রোপন কর্মসূচি। ভৈরবের যে সকল সদস্যবৃন্দ এই কর্মসূচিতে উপস্থিত থেকে কার্যক্রমকে সাফল্য মন্ডিত করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। 


গতকাল ইয়াক্বীন শপের পক্ষ থেকে আমি, মালিক ভরসা ইন্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ্য থেকে আজিজুল হক কাকন ভাই আর হুমায়ুন কবির প্রধান ভাই আমরা তিনজনে নার্সারিতে গিয়ে বাচাই করে কিছু গাছ কিনে আনি যার সার্বিক সহযোগিতায় ছিলেন সুদূর প্রবাস থেকে ডাঃ মনিরুজ্জামান ভাই।  আর আজকে সোহাগ প্রধান ভাই, ফ্রিল্যান্সার সোহাগ ভাই, নাবিলা আপু, আয়মান আশরাফ, জুলহাস ভাই, নবী হোসেন ভাই সহ আরো কয়েকজন প্রিয় ভাইদের নিয়ে প্রথমে ভৈরবের ঐতিহ্যবাহী এম.পি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে গাছ রোপন করি ঐ প্রতিষ্ঠানের হেড স্যার ও একজন অন্যতম শিক্ষিকার সহযোগিতায়।  

তারপর আমরা চলে যায় সাজেদা ওয়াজেদ এতিমখানায় এবং ঐখানের দায়িত্বপ্রাপ্ত হাফেজ সাহেবের সহযোগিতায় সম্পন্ন করি আজকের বৃক্ষ রোপন কর্মসূচি। 

যদিও আজকের দিনটা ছিল খুবই ব্যস্ততার এর মাঝেও এই কাজটা মনের মধ্যে দান করেছে প্রশান্তি। 


আল্লাহ তাআলা আমাদের সকলের শারিরীক, আর্থিক এবং মানসিক সহযোগিতাকে কবুল করুক আর এর উত্তম প্রতিদান দুনিয়া ও আখিরাতে দান করুক- আমীন।



ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।