See More Post

চট্টগ্রাম জেলার বৃক্ষরোপণ কর্মসূচি

"গাছ লাগিয়ে ভরব এদেশ,

তৈরী করব সুখের বাংলাদেশ।"


আলহামদুলিল্লাহ! শুকুরিয়া জানাচ্ছি আল্লাহর নিকট। কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় মেন্টর Iqbal Bahar Zahid স্যারের প্রতি এত সুন্দর একটা প্লাটফর্ম করে দেওয়ার জন্য। 


সারাদেশে ৬৪ জেলায় প্রত্যেকে ১ টি করে গাছ লাগানো ও স্যারের ১০,০০০ গাছ লাগানো টার্গেট মোতাবেক আমাদের চট্টগ্রাম জেলার #কর্ণফুলী, #পতেঙ্গা, #খুলশী, #পাহাড়তলী ও #বায়োজিদ জোন সহ পাঁচটি জোন থেকে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।


এই বাস্তবায়নে ধন্যবাদ জানাচ্ছি কর্ণফুলী জোনের Reaz Kamal Heron Md Mohi Uddin 

পতেঙ্গা জোনের Ridwan Hridoy Saima Akhter B H Sonia

খুলশি জোনের মোঃ নুরউদ্দিন Naima Nourin

বায়োজিদ জোনের ফজিলাতুন নাহার সানজিদা Md Silvia,  পাহাড়তলী জোনে সাজ্জাদ হোসাইন Kashimatun Nabiha এবং প্রতিটি জোনের প্রিয় সদস্যদের প্রতি অনেক কৃতজ্ঞতা ও ভালবাসা জানাচ্ছি।

সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি চট্টগ্রামের কোর ভলেন্টিয়ার, মডারেট, ডিস্ট্রিক্ট এম্বাসাডর, ক্যাম্পাস এম্বাসাডর, কমিউনিটি ভলেন্টিয়ার সকল দায়িত্বশীলদের এভাবে একসাথে যেকোন সামাজিক কাজ করে চট্টগ্রামকে এগিয়ে নিয়ে যাব ইন শা আল্লাহ!! 


"যখন কোনো মুসলিম গাছ লাগায়, অথবা কোনো ফসল বোনে, আর মানুষ, পাখি বা পশু তা থেকে খায়, এটা রোপণকারীর জন্য সদাকা হিসেবে গণ্য হয়। (সহীহ বুখারী, হাদীস ২৩২০; সহীহ মুসলিম, হাদীস ১৫৫৩)"



ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।