900 তম দিন। অসাধারণ একটি অর্জন আমাদের সকলের জন্য। স্যালুট প্রিয় মেন্টরকে এ ভালোবাসার বন্ধনে আমাদেরকে আবদ্ধ করার জন্য। ইনশাআল্লাহ এই গ্রুপ এবং গ্রুপের প্রিয় মানুষগুলো আমরা নিজেদেরকে গড়ে তুলবো সেই সাথে আমাদের ভালবাসার বাংলাদেশকে সত্তিকারের সোনার বাংলাদেশে রূপান্তর করব ইন শা আল্লাহ ।
সকলেই আমরা এক।
অনেক অর্জন আমার এই গ্রুপে যুক্ত হবার পর থেকে। প্রিয় মেন্টর আমাকে আমার নিজ জেলা কুষ্টিয়ার প্রতিনিধিত্ব করার সুযোগ করে দিয়েছেন। আমি চেষ্টা করে যাচ্ছি।
মহান আল্লাহ সুবহানু ওয়া তা'আলা আমাদেরকে সব সময় সুস্থ রাখুন। ইনশাআল্লাহ আমরা আবারও একত্রিত হব কোন এক বিজয়ের মঞ্চে ।
আজকের এই দিনটি সেলিব্রেশন করার জন্য কুষ্টিয়া জেলা টিম অনলাইন মিটিং এর আয়োজন করেছে সময় 10:15টা থেকে 11 টা পর্যন্ত।
আজকের বিষয়: 900 তম সেশন উদযাপন এবং প্রিয় মেন্টরকে স্যালু।
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।