ভালবাসার বন্ধনে মনে প্রেমানন্দ।
প্রিয় মায়াভরা গ্রুপের অপরূপ এক মিতালী বন্ধনের সফল পরিসমাপ্তি ঘটেছে আজ। যা চিরসবুজ হয়ে অক্সিজেন দিয়ে যাবে আমাদের ভাতৃত্বের বন্ধন কে।
সকল প্রিয় মুখ গুলোর একত্রিত হাসিতে মনটা আনন্দে ভরে উঠল। উদ্দমি জীবনের কথার মালায় যেন পরিপূর্ণ গাঁথুনি গেথে গেছে নাটোর জেলার সফল মিটাপ।
কথার মাধুর্যতায় সাবলিল গ্রুপের কার্যক্রম বর্ননায় যেন স্বকীয়তা বজায় রেখে তার পুর্ণতা লাভ করেছে। যেন ভালবাসার এক অপরূপ ছোঁয়া এক সীমাহীন অগ্রগতির প্রকাশ।
অসাধারণ এক ভাবনার অনবদ্য বহিঃপ্রকাশ যা মনকে সত্যিই নাড়া দিয়ে গেল এই এক বিকেলের ভালোবাসাতে। এক বিকেলের কাছে পাওয়ার মানুষ গুলো যেন অনন্ত কাল এভাবেই ভালোবাসা হয়ে গেথে থাকে হৃদ মাঝারে।
সকলের উপস্থিতিতে ও সাবলীল ভঙ্গিমায় অনন্যতায় পৌঁছে দিয়েছে পাবনা ও নাটোর জেলার এই মিল বন্ধন। এভাবেই এগিয়ে যাক আমাদের প্রানর গ্রুপ হৃদয়ের পাঁজরে কৃষ্ণচূড়ার রক্তিম আভার মতো আলোকিত করুক সকলের মনোবাসনা।
সকলের প্রতি রইলো আমার অজস্রবার সালাম ও হৃদয়ের গহীন থেকে সদ্য স্ফুটিত গোলাপের একরাশ লাল ভালোবাসা।
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।