#নাটোর #জেলার #ঈদ #উপহার #বিতরন।
সর্বমোট ৭০টি পরিবারের মাঝে আমাদের নাটোর জেলার ঈদ উপহার বিতরন করেছি।
উপহারের মধ্যে যা যা ছিলো তা নিম্নে উল্লেখ করা হলো।
১।চাল ৩কেজি=১২০
২।তেল১৲২কেজি=৫৫
৩।চিনি ১৲২কেজি=৩০
৪।সেমায় ১পেকেট=২৫
৫।আলু ১কেজি=২৫
৬।পেয়াজ ১কেজি=৩৫
৭।দুধ ১পেকেট=২০
৮।কিচমিচ=১০
৯।সাবান ১টা=১০
১০।লেফলেট=২
১১।ব্যাগ=৮
পেকেট প্রতি মোট খরচ হয়েছে ৩৪০ টাকা।
সর্বমোট ৭০টি পরিবারকে দিয়েছি। মোট খরচ:২৩৮০০টাকা ভাড়া ৩০০টাকা মোট =২৪১০০টাকা
খুলনা জেলার দুবাই প্রবাশি ভাই Mohammed Rasel Akand ভাইকে অসংখ্য ধন্যবাদ নাটোর জেলার সাথে তিনিও আর্থিক ভাবে সহযোগিতা করেছেন। সেই সাথে আরো ধন্যবাদ জানায় Protul Pathak দাদাকে যিনি এতো সুন্দর একটি আয়োজন করতে সার্বিক ভাবে সহযোগিতা করেছেন। সর্বোপরি নাটোর জেলার নিজের বলার মতো একটা গল্প গ্রুপের সকল সদস্যের প্রতি রইলো শুভেচ্ছা ও অভিনন্দন।
আমাদের জন্য দোয়া করবেন আমরা নাটোর টিম যেন সবসময় এভাবে মানুষের পাশে দাড়াতে পারি।
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।