আসসালামু আলাইকুম
#নিজের_বলার_মত_একটা_গল্প গ্রুপের অফ লাইন মিট আপ ও পিকনিক হয়ে গেলো চমৎকার ভাবে।
স্যারের শিক্ষা বুকে ধারণ করে এগিয়ে যাচ্ছি আগামী দিনের একজন সফল উদ্যোক্তা হওয়ার জন্য।
ধন্যবাদ গাইবান্ধা জেলা এম্বাসেডর মিজানুর রহমান ভাই কে আমাকে ক্রেস্ট দিয়ে সম্মানিত করার জন্য।
আজকের উপস্থিত সব ভাই বোনরা সবাই অনেক ভালো। অনেক হাসি খুসিতে দিনটি কাটলো। অনেক ভালো লাগলো।
যে যেখানে আছি সেখান থেকে চেষ্টা করবো ভালো মানুষ হতে ও ভালো কিছু করতে। সফলতা একদিন আসবেই লেগে থাকলে ইনশা আল্লাহ্।
ফাতেমা হক রুনু
১১ তম ব্যাচ
৩৫৫২৭
গাইবান্ধা জেলা
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।