See More Post

প্রিয় বাবা,প্রিয় শিক্ষক এবং প্রিয় প্ল্যাটফর্মের গল্প

আসসালামু আলাইকুম 😍

 আশা করছি সকলেই ভালো আছেন?আর ভালো থাকাটাই কাম্য,ভিন্ন ধরনের অভিজ্ঞতা এবং আগ্রহের কথা শেয়ার করব,আমি একজন মালয়েশিয়ান প্রবাসী 

সপ্তম ব্যাচের শুরু থেকেই আমি এই প্রিয় প্ল্যাটফর্মের সাথে আছি,আমাদের প্রিয় ব্যক্তিত্ব শ্রদ্ধেয় Iqbal Bahar Zahid স্যার আমাদের শিখাচ্ছেন আমরা প্রতিনিয়ত শিখে যাচ্ছি, জীবনের প্রতিটা ক্ষেত্রে অনেক অনুপ্রেরণা পাচ্ছি স্যারের প্রতিটা সেশন থেকে,ইতিমধ্যে অনেককেই আমি এই গ্রুপে অ্যাড  করিয়েছি,কিন্তু একটা মজার বিষয় হল,


আমি এই সুন্দর প্ল্যাটফর্মের কার্যক্রম গুলো একদিন আমার বন্ধুসুলভ বাবা 

(বাবার প্রতি শ্রদ্ধা এবং respectরেখেই বলছি, পৃথিবীর সব বাবাই সন্তানের জন্য শ্রেষ্ঠ বাবা, আর বাম পাশে পোস্ট করা ওই আইডিটাই আমার বাবার  )


  শ্রদ্ধেয় ভাজন বাবার সাথে শেয়ার করি, উনিও অনেক আগ্রহের সাথে আমার সম্পূর্ণ কথাগুলো শুনেন এবং এই বিশাল প্ল্যাটফর্মের ভালো মানুষের মিলন মেলায় উনি নিজেও অংশগ্রহণ করার আগ্রহ প্রকাশ করেন,


এবং আমিও বাবাকে এই গ্রুপে অ্যাড করিয়ে নেই, বাবার শেখানো শিক্ষায় আমার এটুকু জীবনের পথচলা, আমার জন্য আমার বাবা ও একজন শিক্ষক,কিন্তু আমার বাবা ওএই গ্রুপে শিখে, আমিও শিখি, কারণ আমরা জানি শিক্ষা এবং জানার কোন শেষ নেই,


এবার বলুন তু পৃথিবীতে এমন কোন প্ল্যাটফর্ম কি আছে যেখানে বাবা সহ তার সন্তান একসাথে শিখতে পারে? শুধু তাই না পাশাপাশি আমরা যা শিখছি সেই শিক্ষা গুলো এই প্লাটফর্মে প্রয়োগ করতে পারছি, শুধু নিজের বলার মত গল্প প্লাটফর্মেই সুনামের সাথে কাজ করে যাচ্ছে,এবং সারা বিশ্বে সুন্দর এক প্রদীপ জ্বালিয়ে সবার অন্তরে দাগ কেটে রাখবে,


আর এত সুন্দর প্লাটফর্ম তৈরি করে দেওয়ার মেন্টর শিক্ষক শ্রদ্ধেয়  ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি হৃদয়ের হৃদপিণ্ড থেকে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি,


স্যার সব সময় বলেন প্রবাস থেকে ফেরার আগে যেন আমরা দেশে বিজনেস শুরু করে দেশে ফিরি,ইতিমধ্যে আপনারা হয়তো জানেন আমার একটা হার্ডওয়ারের দোকান আছে,জুয়েল এন্টারপ্রাইজ এর পাশাপাশি কিছু খাদ্য সামগ্রী নিয়ে কাজ শুরু করেছি  jmp এন্টারপ্রাইজ,জুয়েল এন্টারপ্রাইজ এর অঙ্গপ্রতিষ্ঠান

 

আপনাদের প্রয়োজনে ফোন দিতে পারেন  01914719145, 01766567905


স্যারের অনুপ্রেরণায় মনে এখন অনেক শক্তি পাচ্ছি দেশে ফিরে কিছু করতে পারবো,তাই ইনশাল্লাহ  আগামী ৪ঠা জানুয়ারির আগে দেশে ফিরে ভালো মানুষের মিলন মেলায় মহা সম্মেলনে  বাবাকে একসাথে নিয়ে অংশগ্রহণ করতে চাচ্ছি দোয়া করবেন,


আবারো বাবাসহ,প্রিয় স্যার এবং গ্রুপের সকল ভালো মানুষদের সালাম জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভাল থাকবেন,সুস্থ থাকবেন,সুন্দর থাকবেন  সে প্রত্যাশা নিয়েই আমি প্রবাস থেকে,



📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৭৬

Date:- ০১/১২/২০১৯ ইং

জুয়েল মাহমুদ 

সপ্তম ব্যাচ 

রেজিস্ট্রেশন নং -939

জেলা ব্রাহ্মণবাড়িয়া

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।