August 21, 2019 ·
দেবাশীষ দে প্রীতম, ৩য় ব্যাচ
ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডর, বাগেরহাট জেলা।
আপনাদের সকলের দোয়া ও আশীর্বাদ এ আজ আমাদের হযরত পীর খাজা খানজাহান আলী রহমত উল্লাহর পূণ্যভূমি বিশ্ব সপ্তম আশ্চর্যের সুন্দরবন ও ষাট গুম্বুজ মসজিদের শহর বাগেরহাট জেলার আমাদের নিজের বলার মতন গ্রুপের প্রথম মিট আপ সুষ্ঠুভাবে সম্পন্ন করলাম ।
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।