See More Post

বাগেরহাট জেলার মিটআপ

November 18, 2020  · 

🌿আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ 🌿

🌹প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করি নিজের বলার মত গল্প গ্রুপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রিয়  মেন্টর #জনাব_ইকবাল_বাহার_জাহিদ স্যারের প্রতি যিনি আমাদেরকে এত বড় একটা প্লাটফর্ম উপহার দিয়েছেন।

🌹দুর্বার গতিতে এগিয়ে চলছে আমাদের #বাগেরহাট জেলা টিমের সকল কার্যক্রম। আমাদের জেলার প্রতিটি উপজেলায় উদ্যোক্তা তৈরির লক্ষ্যে সেমিনার ও মিটআপের আয়োজন করা হয়েছে। প্রতিটি উপজেলায় অ্যাম্বাসেডর এর আয়োজনে  এবং  ডিস্ট্রিক অ্যাম্বাসেডর  ও  সকল সদস্য একত্রে মিলে মিটআপ হবে এবং এখানে  কিছু  ইনভাইটেড মেম্বার  থাকবে যাদেরকে  আমাদের গ্রুপ সম্পর্কে অবহিত করা হবে।

🌹উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে এবং #বাগেরহাট জেলার আরো একটিভ মেম্বার তৈরি এবং #বাগেরহাট জেলা কে কিভাবে আরো সামনের দিকে এগিয়ে নেওয়া যায় এই লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে #বাগেরহাট_জেলা_টিম।অসংখ্য ধন্যবাদ জানাই বাগেরহাট জেলার সকল দায়িত্বশীল সদস্যকে যারা #বাগেরহাট_জেলাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।