November 20, 2020 ·
আজ আমার এলাকায় "নিজের বলার মত একটা গল্প" ফাউন্ডেশান বাগেরহাট জেলা টিমের দ্বিতীয় ফিজিক্যল মিট আপ জাগ যমক ভাবে অনুষ্ঠিত হয়েছে। মুল্যবান বক্তব্য রেখেছেন বাগেরহাট জেলা এস্বাসেডর জনাব দেবাশিস দে প্রিতম, জেলা প্রচার সম্পাদক আলামিন ভাই, সুযগ্য সদস্য শাহিন ভাই, রিপন ভাই( উপজেলা এম্বাসেডর মোংলা), এবং আমি নিজে। খুব সুন্দর কেটেছে মুহুর্ত গুলো। অনেক অনেক ধন্যবাদ জানাই প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যারকে। তার জন্য আজ আমরা একত্রিত হতে পেরেছি।
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।